ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফখরুলের বিরুদ্ধে মানহানি মামলা ॥ হাইকোর্টের আদেশ বহাল

প্রকাশিত: ০৮:১৩, ২২ সেপ্টেম্বর ২০১৭

ফখরুলের বিরুদ্ধে মানহানি মামলা ॥ হাইকোর্টের আদেশ বহাল

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে সুপ্রীমকোর্টের চেম্বার আদালত। অন্যদিকে এমবিবিএস ও বিডিএস কোর্সে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীর প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর কেটে মেধাতালিকা তৈরির সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আগামী ৩ অক্টোবর আপীল শুনানির দিন ধার্য করেছে চেম্বার আদালত। বৃহস্পতিবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত আদেশগুলো দেয়। মির্জা ফখরুলের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে সুপ্রীমকোর্টের আপীল চেম্বার আদালত। বৃহস্পতিবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনে ‘নো অর্ডার’ দেন। এর ফলে মির্জা ফখরুলের মানহানি মামলার কার্যক্রম স্থগিতই থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
×