ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যশোরে মায়ের বিরুদ্ধে সন্তান হত্যার অভিযোগ

প্রকাশিত: ০৪:১৩, ২২ সেপ্টেম্বর ২০১৭

যশোরে মায়ের বিরুদ্ধে সন্তান হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ফারজানা আক্তার মিতু নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, নিজ মা তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের পরানপুর গ্রামে মিতুর নানাবাড়িতে ঘটনাটি ঘটেছে। তার লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। মিতু সদর উপজেলার নোঙরপুর গ্রামের মিয়া রাজের মেয়ে ও ঝিনাইদহ সদর উপজেলার কালিকাপুর গ্রামের ওহেদ আলীর ছেলে সজল ম-লের স্ত্রী। দাদা হাসান আলী বিশ্বাস ও শ্বশুর ওহেদ ম-ল জানান, মিতুর মা বিউটি বেগমের এটি দ্বিতীয় বিয়ে। তার আগের ঘরের একটি মেয়ে আছে। ওই মেয়েকে সে এ পর্যন্ত পাঁচবার বিয়ে দিয়েছে। প্রত্যেক জামাইপক্ষের কাছ থেকে এ পর্যন্ত কাবিনের অনেক টাকা হাতিয়ে নিয়েছে। প্রায় আট মাস আগে মিতুর মা বিউটি বেগম গোপনে সজলের সঙ্গে মিতুর বিয়ে দেয়। বিয়ের সময় দেড় লাখ টাকার কাবিন করা হয়। দুজনের দাম্পত্য জীবন খুব ভাল কাটলেও মিতুর মা কৌশলে তাদের আলাদা করার চেষ্টা করে। রাজি না হওয়ায় গত শুক্রবার বিউটি বেগম মেয়ে মিতুর শ্বশুরবাড়ি গিয়ে তাকে নিয়ে তার নানাবাড়ি আসে। সেখানে মিতুকে তার স্বামীর সংসার ভাঙতে চাপ দেয়। মিতু রাজি না হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে ঘটনা ধামাচাপা দিতে লাশের গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে। মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে যুবকের মৃত্যু স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার আলীনগর এলাকার একটি বাসায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে এক যুবক। তার নাম রাজিব (২৫)। বুধবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, রাজিবের বাড়ি কুমিল্লা জেলায়। বুধবার মধ্যরাতে তিনি আলীনগর হিলভিউ এক নম্বর সড়কের একটি বাসায় মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিক্ষাবৃত্তি প্রদান নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২১ সেপ্টেম্বর ॥ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও আলহাজ আমিনউদ্দিন হাই স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ ফেরদাউস জমাদারের সপ্তম মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। বৃহস্পতিবার মিলাদ মাহফিল, আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আলহাজ ফেরদাউস জমাদার কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আকমল হোসেন পিলু সভাপতিত্ব করেন।
×