ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাসযোগ্য চট্টগ্রাম গড়তে কাজ চলছে ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৫:৪৪, ২১ সেপ্টেম্বর ২০১৭

বাসযোগ্য চট্টগ্রাম গড়তে কাজ চলছে ॥ চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নানামুখী উদ্যোগের মাধ্যমে একটি বাস উপযোগী চট্টগ্রাম নগরী গড়ার কার্যক্রম অব্যাহত আছে। নগরবাসীকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী নগরীতে সৌন্দর্যবর্ধনের কাজ, এলইডি লাইটিং, অত্যাধুনিক যাত্রী ছাউনি, আধুনিক গণশৌচাগার, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কাজ চলছে। দায়িত্ব গ্রহণ করার পর পর নগরীর নৈসর্গিক সৌন্দর্য ফিরিয়ে আনার লক্ষ্যে দৈত্য-দানবের মতো ঘিরে রাখা বিলবোর্ড অপসারণ করে নাগরিকদের প্রত্যাশা পূরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল প্রতিশ্রুতিই পূরণ করা হবে। বুধবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ২৬তম সাধারণ সভায় কথাগুলো বলেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। তার বাস ভবনে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন নির্বাচিত পরিষদের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, অফিসিয়্যাল কাউন্সিলর এবং কর্পোরেশনের বিভাগীয় প্রধানগণ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব এবং প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমানের উপস্থাপনায় এতে বিগত সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন এবং স্থায়ী কমিটিসমূহের কার্যবিবরণী অনুমোদন করা হয়। মেয়র বলেন, অতি সম্প্রতি মিয়ানমারে সংঘটিত জাতিগত নির্যাতনের কারণে বাংলাদেশের অভ্যন্তরে শরণার্থী হিসেবে আশ্রয়গ্রহণকারী আহত ও রোগাক্রান্তদের চিকিৎসার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে ১২ সদস্যের ১টি চিকিৎসক দল উখিয়ার কুতুপালংয়ে প্রেরণ করা হয়েছে। সেখানে ৫ লাখ টাকার ওষুধ সামগ্রী প্রেরণ করা হয়। তিনি জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন সম্প্রদায়ের পূজাম-পে জেনারেটর সরবরাহ বাবদ প্রতিটি ম-পে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। এ ছাড়াও সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করা, আলো-বাতির ব্যবস্থা করাসহ নানা বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহযোগিতা দেবে।
×