ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের সঙ্গে আসছে ইয়াবার চালান

প্রকাশিত: ০৪:২৪, ২০ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গাদের সঙ্গে আসছে ইয়াবার চালান

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মিয়ানমারের চলমান সহিংসতার সুযোগে সে দেশের প্রভাবশালী ইয়াবা কারবারিরা ইয়াবার চালান নিয়ে পালিয়ে এসে এ দেশের ইয়াবা গডফাদারদের আশ্রয়ে এলাকায় অবস্থান নিচ্ছে। ইতোমধ্যে আইন প্রয়োগকারী সংস্থার হাতে বেশ কয়েকটি বড় চালান ধরাও পড়েছে। অনুপ্রবেশকারী ওই রোহিঙ্গারা পালিয়ে আসার আগে থেকে ইয়াবা বিক্রি করত সীমান্তের চিহ্নিত ইয়াবা সম্রাটদের কাছে। মিয়ানমারের বর্বরোচিত হামলার শিকার হয়ে রোহিঙ্গা জনগোষ্ঠী এ দেশে পালিয়ে আসার সময় সীমান্তে বিজিবি-পুলিশ মানবিক দৃষ্টিকোণ থেকে অনুপ্রবেশরত রোহিঙ্গাদের তেমন একটা তল্লাশি চালায়নি। সে সুযোগকে কাজে লাগাতে মিয়ানমারের ইয়াবা সরবরাহকারী কতিপয় রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের সময় ইয়াবার চালান আনছে বলে জানা গেছে। রোহিঙ্গাদের মাধ্যমে ইয়াবা চালান পাঠিয়ে ফোনের মাধ্যমে এপারের ইয়াবা গডফাদারদের জানিয়ে দেয় যে, নির্দিষ্ট ঘাট বা পয়েন্ট দিয়ে মাল পাঠিয়েছি। প্রতিদিনের চলমান রোহিঙ্গা অনুপ্রবেশের সময় ঘাটে আগত রোহিঙ্গাদের অনেককে আত্মীয় পরিচয়ে এ দেশের ইয়াবা গডফাদাররা ভাগিয়ে এনে তাদের নিকটাত্মীয় ও নিজ বাসাবাড়িতে স্থান দিচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ তুলেছেন। হ্নীলা পশ্চিম সিকদারপাড়ার এক ব্যক্তি জানিয়েছেন, ইয়াবা গডফাদার ফুতিয়া মিস্ত্রি ও জোবায়ের মাহমুদের কাছে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মাধ্যমে ১০ লাখ ইয়াবার চালান এসেছে। এভাবে সীমান্তের বড় বড় রাঘববোয়াল ও ইয়াবা গডফাদাররা মিয়ানমার থেকে প্রতিদিনই ইয়াবা বহনকারীদের মাধ্যমে ইয়াবা নিয়ে এসে তাদের নিজ বাড়িতে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। টেকনাফের শাহপরীরদ্বীপ, উনচিপ্রাং, উখিয়ার রহমতেরবিল, আঞ্জুমানপাড়া, বালুখালী, নাইক্ষ্যংছড়ির তমব্রু ও পশ্চিমকূল পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকারী কতিপয় রোহিঙ্গা বড় বড় ইয়াবার চালান বহন করছে বলে অভিযোগ রয়েছে।
×