ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

নির্বাচনী মাঠে রোবট

প্রকাশিত: ০৪:৩৪, ১৯ সেপ্টেম্বর ২০১৭

নির্বাচনী মাঠে রোবট

এবার গণতন্ত্রকামীদের জন্য সুখবর নিয়ে এসেছেন বিজ্ঞানীরা। তাদের প্রত্যাশা, একদিন কৃত্রিম বুদ্ধিমত্তাই গণতন্ত্র রক্ষায় এগিয়ে আসবে। তার মানে, রোবটেরা তা হলে রাজনীতিতেও নেমে পড়ছে? ব্যাপারটা অনেকটা তেমনই। নির্বাচনী কেন্দ্রে আপনার আশপাশে রোবটেরা ঘুরঘুর করছে, ভোট চাইছে, এমনটা দেখতে আর বেশি দিন বাকি নেই। নির্বাচনে কাকে ভোট দিতে যাচ্ছেন, তা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। রাজনীতিতে অনভিজ্ঞরা ভোট দিতে গিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। আমি কাকে ভোট দেব? এমন প্রশ্নে বহু লোক অস্বস্তি অনুভব করেন। কিন্তু রোবট কিন্তু চুপ থাকবে না। বরং সে আগ বাড়িয়ে বলে দিবে, আপনার কাকে ভোট দেয়া উচিত। যতক্ষণ রাজি হচ্ছেন না, ততক্ষণ সে তার প্রার্থীর হয়ে আপনার মগজ ধোলাই করে যাবে। যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের শহর পোর্টল্যান্ডে একটি কোম্পানি এমন সফটওয়্যার বানাচ্ছেন, যেটি আপনাকে ভোট দেয়ার বিষয়ে পরামর্শ দিতে পারবে। এমনকি কি উপায়ে আপনি ভোট দিবেন, তাও বলে দেবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। ভোটার যাতে নির্বাচনে সঠিক উপায়ে ভোট দিতে পারেন, সে ক্ষেত্রে রোবট প্রবলভাবে সাহায্য করে যাবে। রোবট নির্মাতা প্রতিষ্ঠান কিমেরা সিস্টেমসের প্রতিষ্ঠাতা মুনির সিটা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার গোপনীয়তা তিনি আবিষ্কার করতে পেরেছেন। রাজনৈতিক আলোচনা ও নির্বাচনে সহায়তা সক্ষম রোবট তার কোম্পানি আবিষ্কার করতে যাচ্ছে।-বিবিসি অনলাইন
×