ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু কাল

প্রকাশিত: ০৮:২৬, ১৮ সেপ্টেম্বর ২০১৭

জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু কাল

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন শুরু হচ্ছে কাল। এতে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার গভীর রাতে আবুধাবি থেকে নিউইয়র্ক পৌঁছান। নিউইয়র্কে রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী সেখানে বৃহস্পতিবার মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের বিষয়গুলো বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন। প্রধানমন্ত্রীকে বহনকারী ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইটটি স্থানীয় সময় রবিবার বিকেল চারটা ২০ মিনিটে (বাংলাদেশ সময় রাত দুটা ২০ মিনিট) জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামীকাল মঙ্গলবার থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সাধারণ বিতর্ক, সেখানে এই বিশ্ব সংস্থার ১৯৩ সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বাংলাদেশের পক্ষে তাঁর বক্তব্য তুলে ধরবেন।
×