ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৫৩, ১৮ সেপ্টেম্বর ২০১৭

টুকরো খবর

৫ অপহরণকারী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ১৭ সেপ্টেম্বর ॥ রবিবার সকালে দাউদকান্দিতে ৫ অপহরণকারীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। অপহরণকারীরা ঢাকা হাতিরঝিল থেকে কামরাঙ্গীরচর থানার ঝাউতলাআট গ্রামের ফারুক ভা-ারীর ছেলে রুবেল হোসেন (৩২) কে মাইক্রেবাস যোগে অপহরণ করে দাউদকান্দির হাসানপুর দৌলতপুরে নিয়ে আসে। সেখানে তাকে ব্যাপক মারধর করে তার বাবার কাছে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন। অপহরণকারীরা তাকে নৌকাযোগে যেকোন স্থানে নেয়ার পথে রুবেল নদীতে ঝাপিয়ে পড়ে এক বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। খবর পেয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে গৌরীপুর সরকারী হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করেন। পরে পুলিশ ৫ অপহরণকারী রিয়াদ, শামীম মোল্লা, শাহদাত হোসেন, আমির হোসেন সোহলে এবং আলী নূরকে গ্রেফতার করেন। রবিবার আসামিদের কুমিল্লা জেলহাজতে প্রেরণ করা হয়। কুকুরের কামড়ে জখম ২০ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে পাগলা কুকুরের কামড়ে ২০ জন জখম হয়েছে। আহতদের মধ্যে দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে শনিবার একটি পাগলা কুকুর গ্রামের একপ্রান্ত থেকে অপরপ্রান্ত পর্যন্ত ২০ জনকে কামড় দেয়। পরে লোকজন রাত ১১টার দিকে পাগলা কুকুরটিকে ধাওয়া করে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে। কুকুরের কামড়ে গুরুতর আহত জয়নাল আবেদিন ও আব্দুল হালিমকে ঢাকার মহাখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলা ॥ আহত ৯ নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৭ সেপ্টেম্বর ॥ কেরানীগঞ্জে পবিসের (ঢাকা পল্লী বিদ্যুত সমিতি-৪) তালিকাভুক্ত ইলেক্ট্রিশিয়ানদের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এতে ৯ জন ইলেক্ট্রিশিয়ান আহত হয়েছেন। রবিবার বিকেলে আমিরাবাগ এলাকায় পবিসের প্রধান কার্যালয়ের পাশে একটি হোটেলের ভেতর তাদের ওপর হামলা চালানো হয়। আহতরা হলেনÑ আলমগীর হোসেন আলো, মিরাজ হোসেন, হাবিবুর রহমান, নাজির হোসেন, বাবুল, মোঃ হোসেন, ওমর ফারুক। আহত অপর দুইজনের নাম জানা যায়নি। আহত ইলেক্ট্রিশিয়ানরা জানান, বিদ্যুত অফিসে বহিরাগত কোন ইলেক্ট্রিশিয়ান কাজ করতে পারবে না মর্মে সম্প্রতি উচ্চ আদালত রায় দিয়েছে। ওই রায়ের ফলে বহিরাগতরা আমাদের ওপর ক্ষুব্ধ হন। এর জের ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বিদ্যুত অফিসের দালাল শাহিনুর ইসলাম বাদল এবং বহিরাগত ইলেক্ট্রিশিয়ান কালাম লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে। এতে পবিসের তালিকাভুক্ত ৯ ইলেক্ট্রিশিয়ান আহত হয়েছেন। পাঁচ দোকান ভস্মীভূত স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর কদমতলী এলাকায় ভস্মীভূত হয়েছে ৫টি পুরনো টায়ারের দোকান এবং একটি বসতঘর। রবিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, বৈদ্যুতিক ত্রুটিজনিত কারণে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। এতে পুড়েছে ৫টি পুরনো টায়ারের দোকান এবং একটি বসতঘর। আগুনে ক্ষতির পরিমাণ অন্তত ৫ লাখ টাকার। ককটেলসহ যুবক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৭ সেপ্টেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচটি ককটেলসহ শাহজালাল (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার ভূলতা গোলচত্বর এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহজালাল পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলার মারুয়াদি এলাকার সামসুল হকের ছেলে। শাহজালাল রূপগঞ্জ উপজেলার মঙ্গলখালী এলাকায় বসবাস করে। ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, রাত সাড়ে ৯টার দিকে একটি অটোরিকশা যোগে মুড়াপাড়া থেকে ভূলতার থেকে আসতেছিল। ভূলতা গোলচত্বর এলাকায় আসামাত্র পুলিশ সন্দেহজনকভাবে ওই অটোরিকশাটিকে আটক করে। পরে পুলিশ দেখে শাহজালাল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ধাওয়া করে শাহজালালের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে তল্লাশি করে পাঁচটি ককটেল উদ্ধার করে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র কাছে শাহজালালকে হস্তান্তর করা হয়েছে। মদসহ গ্রেফতার ৩ নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৭ সেপ্টেম্বর ॥ শ্রীবরদী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১শ’ বোতল ভারতীয় মদ ও একটি প্রাইভেটকারসহ তিনজনকে গ্রেফতার করেছে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা। রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গারো পাহাড়ের ঝুলগাও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে টাঙ্গাইলের মধুপুর উপজেলা সদরের আনোয়ার হোসেনের ছেলে মাসুম হাসান (৩৫), কোরবান আলীর ছেলে আল আমিন (২৭) ও একই উপজেলার কুলহারি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে হবিবর রহমান (৩৮)। ওই ঘটনায় শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে। জানা যায়, দীর্ঘদিন ধরে ভারত থেকে চোরাই পথে শ্রীবরদী উপজেলার সীমান্ত দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মাদকদব্য আসছে। বিজিবি রবিবার ভোরে অভিযান চালিয়ে সীমান্ত সড়কের ঝুলগাও এলাকায় একটি প্রাইভেটকার থেকে মেট্রোরিয়েল ব্র্যান্ডের ১শ’ বোতল মদসহ ওই তিনজনকে গ্রেফতার করে। হামলায় ব্যবসায়ীসহ আহত ২ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ডিশ ব্যবসায়ীসহ দুইজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের গজারিয়াপাড়া এলাকার মর্দপাড়ায় এ ঘটনা ঘটে। আহত ওই ডিশ ব্যবসায়ীর নাম সাইদুর রহমান সাঈদ (৩৮) ও রুমন (২০)। গুরুতর আহত অবস্থায় দুজনকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাইদুর রহমান সাঈদ ওই এলাকায় সাঈদ কেবল নেটওয়ার্ক নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।আহত ব্যবসায়ী সাঈদ জানান, তিনি দীর্ঘদিন ধরে গজারিয়াপাড়া এলাকায় ডিশ লাইনের কেবল নেটওয়ার্কের ব্যবসা করে আসছেন। তার ব্যবসা অন্যায়ভাবে দখল করার জন্য পাশের ডগরী এলাকার রাশেদুল বিভিন্ন সময়ে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। রবিবার সকালে রাশেদুলের নেতৃত্বে সিরাজ ও কবিরসহ ৪-৫ সন্ত্রাসী তাকে এবং তার দুই সহকর্র্মীকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে। এতে তিনি ও তার সহকর্মী রুমন আহত হন। নির্যাতন ॥ গ্রেফতার দুই নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৭ সেপ্টেম্বর ॥ উপজেলার রায়বালা গ্রামের আবদুল হক তালুকদারের স্ত্রী তিন সন্তানের জননী মাহমুদা বেগমকে নির্যাতন শেষে মাথার চুল কেটে নেয়ার ঘটনায় শনিবার রাতে মামলা হয়েছে। পুলিশ মাহমুদার দেবর আবদুর রব তালুকদার ও আলীম তালুকদারকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। আদালতের বিচারক হুমায়ূন কবির তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
×