ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

প্রকাশিত: ০৬:১৪, ১৮ সেপ্টেম্বর ২০১৭

পুঁজিবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সূচকের সঙ্গে আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে এক হাজার ২০৮ কোটি তিন লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৮৩ কোটি ৮১ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে এক হাজার ১২৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ারদর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৩৬ পয়েন্ট বেড়ে ছয় হাজার ২৪০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ছয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৫১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ২২৬ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, আর্গন ডেনিম, সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, প্রাইম ব্যাংক, এক্সিম ব্যাংক ও সিএমসি কামাল। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ রূপালী ব্যাংক, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, কোহিনুর কেমিক্যাল, ম্যারিকো, প্রাইম ব্যাংক, মেঘনা সিমেন্ট, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ ও এক্সিম ব্যাংক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ স্ট্যান্ডার্ড সিরামিক, সাভার রিফ্যাক্টরিজ, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিক, গ্রীন ডেল্টা, দুলা মিয়া কটন, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, মিথুন নিটিং, হাক্কানী পাল্প ও ইউনাইটেড ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৮৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৩৬৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারদর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- সোস্যাল ইসলামী ব্যাংক, সিঙ্গার বিডি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, এক্সিম ব্যাংক, পূবালী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও লাফার্জ সুরমা সিমেন্ট।
×