ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বক্স অফিসের বাদশাহ ‘বাদশাহো’

প্রকাশিত: ০৫:৪৩, ১৮ সেপ্টেম্বর ২০১৭

বক্স অফিসের বাদশাহ ‘বাদশাহো’

সংস্কৃতি ডেস্ক ॥ অজয় দেবগণ ও ইমরান হাশমি অভিনীত চলচ্চিত্র ‘বাদশাহো’ মুক্তির আগেই নানা কারণে আলোচনায় এসেছে। এ ছাড়া মুক্তির দুই সপ্তাহের মাথায় ১৬০ কোটি রুপী ঘরে তুলে বক্স অফিসে সাড়া ফেলেছে। ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাইয়ে অজয় ও ইমরানের দুর্দান্ত অভিনয়ের পর ‘বাদশাহো’তে তাদের প্রতি দর্শকের প্রত্যাশার মাত্রাটা ছিল একটু বেশিই। ১৯৭৫ সালের ভারতের জরুরী অবস্থার পটভূমিতে নির্মিত এ চলচ্চিত্রটি দর্শকের সে প্রত্যাশা পূরণে প্রায় শতভাগ সফল। ১ সেপ্টেম্বর মুক্তির পর থেকেই বক্স অফিসে রাজত্ব করে আসছে পরিচালক মিলন লুথরিয়ার এ গ্যাংস্টার চলচ্চিত্রটি। ভারতীয় গণমাধ্যাম জানায়, ‘বাদশাহো’তে অজয়, ইমরান, ইলিয়ানা ও এশার অসাধারণ অভিনয়ের পাশাপাশি সানি লিওনি ও ইমরানের আইটেম গান ‘পিয়া মোরে’ পেয়েছে দর্শকপ্রিয়তা। চলচ্চিত্রটি মুক্তির আগেই ইউটিউবে মুক্তি পাওয়া এ গানটি প্রথম দিনেই দেখা হয়েছিল শতকোটি বার! ‘বাদশাহো’ কর্তৃপক্ষ জানায়, ৮০ কোটি রুপী ব্যয়ে নির্মিত এ চলচ্চিত্রটির সঙ্গীত, স্যাটেলাইট ও ডিজিটাল সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছিল ৮৫ কোটিতে। মুক্তির আগে ৫ কোটি লাভ নিয়ে যাত্রা শুরু করা এ চলচ্চিত্র মুক্তির দুই সপ্তাহে দেশজুড়ে ৭৫ কোটির ওপরে ব্যবসা করেছে। ২০১৭ সালের এ যাবতকালীন সর্বাধিক আয়ের রেকর্ডধারী এ চলচ্চিত্র এখনও বক্স অফিসে ছক্কা হাঁকিয়ে চলেছে। ‘বাদশাহো’র বাদশাহী জনপ্রিয়তার কারণে ১৫ সেপ্টেম্বর মুক্তি পাওয়া নতুন দুই চলচ্চিত্র ‘সিমরান’ ও ‘লক্ষৌ সেন্ট্রাল’ও খুব একটা সুবিধা করতে পারছে না বক্স অফিসে। বক্স অফিস বাণিজ্য বিশ্লেষক গিরিশ জোহরের মতে আয়ের এ ধারাবাহিতা বজায় থাকলে অজয়, ইমরান, ইলিয়ানা, এশা ও সঞ্জয় মিশ্র অভিনীত এ চলচ্চিত্রটি অচিরেই ২০০ কোটির ঘরে পা রাখবে।
×