ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবেন না ॥ ও আইসিকে ভারত

প্রকাশিত: ০৫:২৪, ১৮ সেপ্টেম্বর ২০১৭

অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবেন না ॥ ও আইসিকে ভারত

কাশ্মীর ইস্যু নিয়ে জাতিসংঘে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসিকে) সতর্ক করে দিয়ে কড়া বার্তা দিয়েছে ভারত। ওআইসির পক্ষ থেকে কাশ্মীর ইস্যুতে করা মন্তব্য প্রত্যাখ্যান করে ‘ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মাথা ঘামাতে হবে না’ বলে নয়াদিল্লীমন্তব্য করেছে। ৫৭ মুসলিম দেশের সংস্থা ওআইসির ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার কোন অধিকার নেই বলেও ভারত জানিয়েছে। ভবিষ্যতে তারা যেন এমন ‘ভুল’ না করে তা নিয়েও সতর্ক করেছে নয়াদিল্লী। টাইমস অব ইন্ডিয়া। জম্মু-কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে সম্প্রতি জাতিসংঘে সোচ্চার হয় ওআইসি। তাদের বক্তব্যের সূত্র ধরে ভারতের সমালোচনা করে পাকিস্তান। ইসলামাবাদের অভিযোগে বলা হয়, জম্মু-কাশ্মীরে ভারতের পক্ষ থেকে মানবাধিকার হনন করা হচ্ছে এবং সেখানে বসবাসরত মুসলিমদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রত্যাখ্যান করা হচ্ছে। কিন্তু শুক্রবার জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের সচিব সুমিত শেঠ ওআইসির বিবৃতিকে নাকচ করে ‘এটি তথ্যগত ভুলে ভরা’ বলে মন্তব্য করেন। জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং সে সম্পর্কে বিভ্রান্তিকর ইঙ্গিত করা হয়েছে।
×