ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওদের কথায় কান দেবেন না ॥ বর্মী সেনা প্রধান

প্রকাশিত: ০৫:০১, ১৮ সেপ্টেম্বর ২০১৭

ওদের কথায় কান দেবেন না ॥ বর্মী সেনা প্রধান

চট্টগ্রাম অফিস/কক্সবাজার প্রতিনিধি ॥ মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হওয়ার পর সে দেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল মিন অং লাইং নতুন করে রোহিঙ্গাদের বিরুদ্ধে তার দেশের জনসাধারণকে ঐক্যের ডাক দিয়েছেন। তিনি বলেছেন, মিয়ানমার ইস্যুতে বিদেশী সংস্থাগুলো যা বলছে মিয়ানমারবাসীর তাতে কান দেয়া উচিত নয়। তিনি বিদেশীদের গোপন আঁতাতের বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন। গত শনিবার সে দেশের ডিফেন্স সার্ভিসেস এ্যাডমিনিস্ট্রেশন স্কুলে ডিপ্লোমা সার্টিফিকেট বিতরণের এক অনুষ্ঠানে মিয়ানমার সেনা প্রধান এ বক্তব্য রাখেন, যা রবিবার তার ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। জেনারেল মিন বলেছেন, গত ২৫ আগস্টের পর রাখাইনে সহিংসতার ৯৩টি ঘটনা ঘটেছে। আর এসব ঘটনার জন্য দায়ী ‘চরমপন্থী বাঙালীরা।’ বুচিদং ও মংডুতে ঘাঁটি প্রতিষ্ঠার লক্ষ্যে ‘চরমপন্থী বাঙালীরা’ এ সহিংসতা ঘটিয়েছে। তিনি বলেছেন, ওরা রোহিঙ্গা হিসেবে স্বীকৃতি প্রাপ্তির দাবি করছে। যদিও ও রকম কোন জাতিসত্তা মিয়ানমারে কখনই ছিল না। বাঙালীদের ইস্যুটি মিয়ানমারের জাতীয় একটি বিষয়। কিন্তু সত্যকে প্রতিষ্ঠিত করতে মিয়ানমারবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। এ জেনারেল আরও বলেন, মিয়ানমারের সকল নাগরিককে তাদের দেশাত্মবোধে ঐক্যবদ্ধ হতে হবে। আর এ প্রক্রিয়ায় সংবাদ মাধ্যমগুলোকেও ঐক্যের কাতারে আসতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে মিয়ানমারবাসীকে। এ জেনারেল আরও বলেন, সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে নিজেদের উন্নয়নে সচেষ্ট হতে হবে। স্থানীয় নৃ- গোষ্ঠীগুলোকেও নিজ নিজ এলাকার উন্নয়নে সচেষ্ট হতে হবে। রাখাইন রাজ্যের পুনর্বাসন কার্যক্রমে প্রতিটি নৃ-গোষ্ঠীর মানুষকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ ধরনের কার্যক্রমে নিরাপত্তা দেয়ার পাশাপাশি তাদের সহযোগিতা করবে সশস্ত্র বাহিনী।
×