ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিসর্গসখা দ্বিজেন শর্মার নাগরিক শ্রদ্ধাঞ্জলি আজ

প্রকাশিত: ০৪:৩৬, ১৭ সেপ্টেম্বর ২০১৭

নিসর্গসখা দ্বিজেন শর্মার নাগরিক শ্রদ্ধাঞ্জলি আজ

স্টাফ রিপোর্টার ॥ নিসর্গসখা দ্বিজেন শর্মাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে রবিবার। বৃক্ষকে ভালবাসা এই নিসর্গবিদ, শিক্ষক ও লেখকের বিদায় যাত্রার আগে জানানো হবে শ্রদ্ধাঞ্জলি। ভাষা শহীদদের স্মৃতির সাক্ষ্যবহ কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক শ্রদ্ধা নিবেদন করবে সর্বস্তরের মানুষ। এছাড়াও বাংলা একাডেমি ও নটর ডেম কলেজে দুই দফায় শ্রদ্ধা জানানো হবে এই প্রকৃতিবিদকে। তিন দফা শ্রদ্ধাজ্ঞাপন শেষে বরদেশ্বরী কালী মন্দির সংলগ্ন শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। শুক্রবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দ্বিজেন শর্মার স্ত্রী ড. দেবী শর্মা জানিয়েছিলেন তাদের মেয়ে শ্রেয়সী শর্মা দেশে ফেরার পরই শেষকৃত অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী শনিবার বিকেলে লন্ডন থেকে শ্রেয়সী দেশে ফিরে আসার পর পারিবারিকভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরিবারের বরাত দিয়ে শনিবার প্রকৃতি বিষয়ক লেখক মোকাররম হোসেন জনকণ্ঠকে জানান, বর্তমানে দ্বিজেন শর্মার মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রয়েছে। সেখান থেকে সকাল সাড়ে ১০টায় তার মরদেহ নিয়ে যাওয়া হবে বাংলা একডেমি প্রাঙ্গণে। সেখান থেকে সকাল সাড়ে ১১টায় মরদেহ আনা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় দ্বিজেন শর্মার নাগরিক শ্রদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে মতিঝিলের তার দীর্ঘদিনের কর্মস্থল নটর ডেম কলেজ প্রাঙ্গণে। সেখানে শ্রদ্ধাজ্ঞাপন শেষে রাজধানীর সবুজবাগের রাজারবাগ বরদেশ্বরী কালী মন্দির সংলগ্ন শ্মশানে সম্পন্ন হবে তার অন্ত্যেষ্টিক্রিয়া।
×