ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদফতরে বিশেষ সভা

প্রকাশিত: ০৫:১২, ১৫ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদফতরে বিশেষ সভা

উদ্ভূত রোহিঙ্গা পরিস্থিতিতে সম্ভাব্য স্বাস্থ্যসমস্যা মোকাবেলায় স্বাস্থ্যসেবা প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট সরকারী, বেসরকারী ও আন্তর্জাতিক সেবা সংস্থার অংশগ্রহণে বুধবার স্বাস্থ্য অধিদফতরে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচারক অধ্যাপক এএইচএম এনায়েত হোসেন সভায় সভাপতিত্ব করেন। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ কক্সবাজার ও বান্দরবান জেলার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করে এসে সরাসরি এ সভায় যোগদান করেন। প্রধানমন্ত্রী কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন পূর্বক সরকারী ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আয়োজিত সভায় যে দিকনির্দেশনা দেন মহাপরিচালক তা এ সভায় সকলকে অবহিত করেন এবং তার নিজের পরিদর্শনলব্ধ তথ্য ও অভিজ্ঞতা থেকে শরণার্থীদের স্বাস্থ্য সমস্যা নিবারণে ত্বরিত করণীয় বিষয়ে সকলকে নির্দেশনা দেন। নির্দেশনাগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য অধিদফতরে গঠিত কমিটি প্রতিদিন সভায় মিলিত হয়ে সকল কার্যক্রম পর্যালোচনা ও পর্যানুসরণ করবে। সভায় উপস্থিত সকল সরকারী বিভাগ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা প্রদানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। -বিজ্ঞপ্তি
×