ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেখ রাসেল হারাল বিজেএমসিকে

প্রকাশিত: ০৪:৪৭, ১৫ সেপ্টেম্বর ২০১৭

শেখ রাসেল হারাল বিজেএমসিকে

স্পোর্টস রিপোর্টার ॥ নিষ্প্রাণ এক ম্যাচে গোল যেন হয়ে উঠেছিল সোনার হরিণ। বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অবশেষে ৫৫ মিনিটে সেই হরিণ পেয়ে গেল ২০১৩-১৪ মৌসুমের লীগ চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেড। ১-০ গোলের কষ্টার্জিত জয় কুড়িয়ে নিল দুইবারের লীগ শিরোপাধারী টিম বিজেএমসিকে হারিয়ে। নিজেদের অষ্টম ম্যাচে এটা ‘বেঙ্গল ব্লুজ’ খ্যাত রাসেলের তৃতীয় জয়। ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দুই ধাপ উন্নতি হলো তাদের। সাত থেকে উঠে এল পাঁচে। পেছনে ফেললো মোহামেডান এবং রহমতগঞ্জকে। তাদের ওপরে আছে ঢাকা আবাহনী (১৭), সাইফ স্পোর্টিং (১৭), শেখ জামাল ধানম-ি (২০) এবং চট্টগ্রাম আবাহনী (২২)। পক্ষান্তরে সমান ম্যাচে এটা ‘সোনালী আঁশের দল’ খ্যাত বিজেএমসির চতুর্থ হার। ৬ পয়েন্ট নিয়ে তারা রয়ে গেছে আগের নবম স্থানেই (১২ দলের মধ্যে)। গত লীগে দুই দল লীগ শেষ করেছিল পিঠাপিঠি স্থানে থেকেই (রাসেল অষ্টম, বিজেএমসি নবম)। সেবার প্রথম সাক্ষাতে দু’দল ড্র করেছিল ১-১ গোলে। ফিরতি মোকাবেলায়ও একই স্কোরলাইন। বৃহস্পতিবার দুই দলই গতকাল খেলা শুরু করে ৪-৪-২ ফর্মেশনে। প্রথমার্ধে উভয়দলই গোলের একাধিক সুযোগ পেয়েছিল। তবে গোলের সন্ধান পায়নি কেউই। ১০ মিনিটে বাঁপ্রান্ত থেকে রাসেলের এলিটা বেঞ্জামিন জুনিয়রের থ্রো বক্সে জটলার মধ্যে পান ফরোয়ার্ড জুলফিকার। শট নেন। কিন্তু বল ক্লিয়ার করে বিজেএমসির রক্ষণভাগ। ৩৫ মিনিটে এলিটা কিংসলে ওশিওখার শট বারে লেগে ফেরত না আসলে এগিয়ে যেতে পারতো বিজেএমসি। প্রায় মাঝ মাঠ থেকে একটা সুন্দর পাস বাড়িয়ে দেন পাশবন মোল্লা। বল বুঝে নিয়ে বাঁপ্রান্ত দিয়ে ঢুকে পড়েন এলিটা। পোস্ট লক্ষ্য করে শট নিলেও বল বারে লেগে ফেরত আসে। ৪৭ মিনিটে একবার শেখ রাসেলের জালে বল পাঠান এলিটা। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে গোলবঞ্চিত হয় বিজেএমসি। ৫৫ মিনিটে সেটপিস পায় শেখ রাসেল। ফলস করেন আলমগীর কবির রানা। ফ্রি কিক নেন গাম্বিয়ান ফরোয়ার্ড দাউদা সিসে। বল ফিস্ট করেন বিজেএমসির গোলরক্ষক আরিফুল ইসলাম। কিন্তু তারপরও লাভ হয়নি। কেননা ফিরতি বলে বক্সে থাকা রাসেলের ফরোয়ার্ড জুলফিকার যে জোরালো হেডটি নেন তা আর ফেরাতে পারেননি আরিফুল (১-০)। এগিয়ে যাবার উল্লাসে মাতে রাসেল। এই ম্যাচ দিয়েই শেষ হলো অষ্টম রাউন্ড। ২০ সেপ্টেম্বর থেকে অনুর্ধ-১৬ টুর্নামেন্ট এবং ১৮ সেপ্টেম্বর সাফ অনুর্ধ-১৮ টুর্নামেন্টের জন্য ক্লাবগুলোকে বেশকিছু ফুটবলারকে ছাড়তে হবে। তবে তাদের ছাড়া লীগ খেলতে নারাজ কিছু ক্লাব। এ জন্যই কিছুদিন বিরতি থাকবে প্রিমিয়ার লীগে। ম্যানচেস্টার সিটির সাফল্যের রাতে জয় হাতছাড়া লিভারপুলের শাখতারের কাছে হার নেপোলির, সালাহর অনন্য রেকর্ড, এ্যাগুয়েরোর অর্ধশতক, ফেয়েনর্ড ০-৪ ম্যানচেস্টার সিটি, শাখতার ডোনেস্ক ২-১ নেপোলি, লিভারপুল ২-২ সেভিয়া, ম্যারিবোর ১-১ স্পাটার্ক মস্কো স্পোর্টস রিপোর্টার ॥ চ্যাম্পিয়ন্স লীগের নতুন মৌসুমে দারুণ শুরু করেছে ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচে ইংলিশ ক্লাব সিটি ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ডাচ ক্লাব ফেয়েনর্ডকে। গ্রুপের আরেক ম্যাচে ইউক্রেনের ক্লাব শাখতার ডোনেস্কের কাছে ২-১ গোলে হেরেছে ইতালিয়ান ক্লাব নেপোলি। ‘ই’ গ্রুপের ম্যাচে জয় হাতছাড়া করেছে ইংলিশ ক্লাব লিভারপুল। নিজেদের মাঠ এ্যানফিল্ডে স্প্যানিশ ক্লাব সেভিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে দ্য রেডসরা। ম্যাচে ব্রাজিলিয়ান এ্যাটাকিং মিডফিল্ডার রবার্টো ফিরমিনো লিভারপুলের হয়ে একটি গোল করলেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। দ্য রেডসদের পক্ষে অপর গোলটি করেন মোহামেদ সালাহ। সেভিয়ার হয়ে একটি করে গোল করেন বেন ইয়েডার ও জোয়াকিন কোয়েরা। যোগ করা সময়ে লাল কার্ড দেখেন লিভারপুলের জো গোমেজ। সেøাভেনিয়ার ক্লাব ম্যারিবোর ও রাশিয়ার স্পাটার্ক মস্কোর মধ্যকার গ্রুপের অপর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। রটারডমে ফেয়েনর্ডের বিরুদ্ধে ম্যানসিটির বড় জয়ের রাতে জোড়া গোল করেন জন স্টোন্স। একটি করে গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও এ্যাগুয়েরো ও ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সিটি। দ্বিতীয় মিনিটে দারুণ হেডে লক্ষ্যভেদ করে সফরকারীদের এগিয়ে নেন স্টোন্স। দশ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এ্যাগুয়েরো। কাইল ওয়াকারের ক্রস থেকে বল পেয়ে দারুণ ভলিতে লক্ষ্যভেদ করেন তিনি। ২৫ মিনিটে জেসুসের গোলে জয় অনেকটাই নিশ্চিত করে ম্যানচেস্টোর সিটি। বেঞ্জামিন মেন্দির শট ব্রাড জোন্স রুখে দিলে ফিরতি বলে ফাঁকা পোস্ট কাঁপান সেলেসাও তারকা। বিরতির পর ডাচ ক্লাব ব্যবধান কমানোর চেষ্টা করে। তবে তাতে সফল হয়নি। উল্টো ৬৩ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে হেডে নিজের দ্বিতীয় ও দলের চার নম্বর গোল করেন স্টোন্স। এই ম্যাচে এ্যাগুয়েরো দারুণ এক রেকর্ড গড়েছেন। ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় গোলের হাফসেঞ্চুরির ল্যান্ডমার্ক স্পর্শ করেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় সাবেক ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ১৯ গোল করেছেন এ্যাগুয়েরো। আর ম্যানসিটির হয়ে এখন পর্যন্ত করেছেন ৩১ গোল। এ্যানফিল্ডে ম্যাচের পঞ্চম মিনিটে ইয়েডারের গোলে লিভারপুলকে স্তব্ধ করে এগিয়ে যায় অতিথি সেভিয়া। তবে ২১ মিনিটে ফিরমিনোর গোলে সমতায় ফেরে তারা। বিরতির আট মিনিট আগে সালাহ গোল করলে এগিয়ে যায় লিভারপুল। কিন্তু ৭২ মিনিটে কোরেয়ার গোলে মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সেভিয়া। ২০১৬ সালে বাসেলে ইউরোপা লীগের ফাইনালে মুখোমুখি হয় লিভারপুল ও সেভিয়া। ওই ম্যাচে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জয় করে স্প্যানিশ জায়ান্টরা। ঘরের মাঠে সেই হারের বদলা নেয়ার সুযোগ ছিল দ্য রেডসদের সামনে। তবে হতাশাজনক ড্রয়ে সেই সুযোগ হাতছাড়া করেছে জার্গেন ক্লপের দল। এই ম্যাচে গোল করে লিভারপুলের হয়ে ইতিহাস গড়েন মোহামেদ সালাহ। চলতি মৌসুমে লিভারপুলে যোগ দিয়েই ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লীগে অভিষেক ম্যাচেই গোলের দেখা পেলেন সালাহ। এর আগে ২০১৩-১৪ মৌসুমে বাসেলের হয়েও অভিষেকে গোল করেছিলেন তিনি। এর মধ্য দিয়ে মিসরের প্রথম খেলোয়াড় হিসেবে দুটি ভিন্ন ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লীগের অভিষেক ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন সালাহ। সালাহর কীর্তির দিনে অবশ্য জিততে পারেনি তার দল। ফিরমিনো পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় স্বাগতিকদের। ২০০৭ সালে স্টিভেন জেরার্ডের পর লিভারপুলের প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লীগে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন ফিরমিনো।
×