ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

দুই অধিনায়কেই দৃষ্টি মাইকেল ক্লার্কের

প্রকাশিত: ০৬:৫১, ১৪ সেপ্টেম্বর ২০১৭

দুই অধিনায়কেই দৃষ্টি মাইকেল ক্লার্কের

স্পোর্টস রিপোর্টার ॥ এবার ভারতে পা রেখে স্টিভেন স্মিথ বলেছেন, স্বাগতিক স্পিন আক্রমণ নয়, ব্যাটসম্যান বিরাট কোহলিকে নিয়েই তাদের যত ভয়। কোহলি আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান, টেস্টে স্মিথ। দু’জনই আবার দু’দলের অধিনায়ক এবং ব্যাটিংয়ের মূলস্তম্ভ। ওয়ানডে সিরিজে লড়াইটা কি তবে কোহলি ও স্মিথের মধ্যে? সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্কও তাই মনে করেন, ‘হ্যাঁ কোহলি সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান, সংক্ষিপ্ত ফরমেটে সে সত্যি ভয়ঙ্কর। আর টেস্টের স্মিথকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। বাংলাদেশ সফরে আমি ওর কাছ থেকে আরও ভাল কিছু আশা করেছিলাম। তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ায় ভারতের বিপক্ষে ওয়ানডেতে স্বরূপে আবির্ভূত হতে পারে। ডেভিড ওয়ার্নারের কথাও আলাদা করে বলতে হবে। অবশ্য সিরিজে কোহলি-স্মিথের নেতৃত্বের লড়াই দেখতেও মুখিয়ে আছি।’ বলেন তিনি। চেন্নাইয়ে রবিবার প্রথম ম্যাচ দিয়ে শুরু পাঁচ ওয়ানডের লড়াই। আছে তিন টি২০। ক্লার্ককে প্রশ্ন করা হয়েছিল, স্টিভ স্মিথের নেতৃত্বাধীন ভারত সফরে আসা এই অস্ট্রেলিয়া দলটাই কি সবচেয়ে দুর্বল? কারণ এই দলটা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালেও উঠতে পারেনি। ক্লার্ক হাসতে হাসতে জানান, ‘আমি সত্যিই বোকা। আর বোকার মতো এই প্রশ্নের উত্তর দিয়ে কালকের খবরের কাগজের শিরোনাম তৈরি করে দিতে চাই না।’ তিনি আরও যোগ করেন, ‘এই অস্ট্রেলিয়া দলের অনেক কিছু প্রমাণ করার সুযোগ রয়েছে। এই দলে প্রতিভার কোন অভাব নেই। সেটা ঠিকভাবে কাজে লাগানো দরকার।’ চোটের কারণে মিচেল স্টার্ক ও জস হ্যাজলউডকে পাচ্ছে না অভ্রেলিয়া। যা নিঃসন্দেহে সফর দেশের কাছে বড় ধাক্কা বলেই মনে করেন ক্লার্ক।
×