ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের জন্য ভারতীয় ত্রাণ আসছে আজ

প্রকাশিত: ০৬:০৩, ১৪ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গাদের জন্য ভারতীয় ত্রাণ আসছে আজ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রোহিঙ্গাদের জন্য ভারত থেকে আজ বৃহস্পতিবার আসছে ত্রাণসামগ্রী। বিশেষ একটি বিমানযোগে দিল্লী থেকে এসব ত্রাণের চালান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বেলা ১১টায় সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে সাহায্যের এ ত্রাণসামগ্রী হস্তান্তর করবেন। চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশন সূত্রে জানানো হয়েছে, রোহিঙ্গাদের জন্য ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চা পাতা, বিস্কুটসহ জরুরী বিভিন্ন পণ্যসামগ্রী। চট্টগ্রাম বিমান বন্দর থেকে সড়কপথে কক্সবাজারের উখিয়ায় ত্রাণসামগ্রী পৌঁছানোর জন্য হাইকমিশনের নিজস্ব উদ্যোগে ব্যবস্থাও নেয়া হয়েছে।
×