ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিশু জিহাদের পর নীরব- ঢাকনাবিহীন ম্যানহোলে আর কত মৃত্যু?

রূপনগরে ম্যানহোল থেকে ২৪ ঘণ্টার অভিযানে নিখোঁজ যুবক উদ্ধার

প্রকাশিত: ০৬:০১, ১৪ সেপ্টেম্বর ২০১৭

রূপনগরে ম্যানহোল থেকে ২৪ ঘণ্টার অভিযানে নিখোঁজ যুবক উদ্ধার

গাফফার খান চৌধুরী ॥ শিশু জিহাদের পর নীরব। সর্বশেষ ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে আরও এক যুবকের মৃত্যু হলো। টানা প্রায় চব্বিশ ঘণ্টার অভিযান শেষে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। শুধু রাজধানী নয় দেশের বিভিন্ন জায়গায় ম্যানহোলে পড়ে এ ধরনের মৃত্যু ছাড়াও প্রায়ই নানা ধরনের যানবাহন পড়ে যাত্রীদের মারাত্মক আহত হওয়ার ঘটনা ঘটছে। কোন কোন যাত্রী বা যানবাহনের চালক ম্যানহোলে পড়ে রীতিমত সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন। সম্প্রতি অতিবৃষ্টির কারণে ব্যাপক হারে বেড়েছে এ ধরনের দুর্ঘটনা। ঢাকনাবিহীন ম্যানহোলের মধ্যে স্থানীয়রা গাছের ডাল বা কোন কিছু দিয়ে চিহ্ন দিলেও যানবাহনের ধাক্কায় বা পানির স্রোতে তা সরে যায়। ফলে আবারও দুর্ঘটনা ঘটে। যথাযথ কর্তৃপক্ষের অবহেলা আর মাদকাসক্তদের ম্যানহোলের ঢাকনা চুরির কারণে প্রায়ই ম্যানহোলে পড়ে মৃত্যুসহ মারাত্মক সব দুর্ঘটনা ঘটছে। ম্যানহোলের ঢাকনা চুরি রোধে ঢাকা ওয়াসা, ঢাকার দুই সিটি কর্পোরেশন ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করেছে। মঙ্গলবার বিকেল চারটার দিকে রাজধানীর পল্লবীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যায় অজ্ঞাত (২৫) ওই যুবক। এরপর তার আর হদিস মিলছিল না। ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজ রিবেন জনকণ্ঠকে বলেন, তারা বিকেল সাড়ে চারটার দিকে সংবাদ পান। সঙ্গে সঙ্গে সদর দফতরের দুইটি এবং মিরপুর থেকে একটি ইউনিট ঘটনাস্থলে হাজির হয়। তারা ম্যানহোলের পাইপের ভেতরে নেমে তল্লাশি চালাতে থাকেন। কিন্তু মঙ্গলবার গভীর রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয় না। রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। বুধবার সকাল আটটায় আবার অভিযান শুরু হয়। টানা প্রায় ২৪ ঘণ্টার অভিযান শেষে রাজধানীর মিরপুর-১১ নম্বর রূপনগর থানাধীন চলন্তিকা মোড়ের ৭ নম্বর সেকশনের ম্যানহোল থেকেই ওই যুবকের লাশ উদ্ধার হয়। রূপনগর থানার ওসি সৈয়দ শহীদ আলম জনকণ্ঠকে বলেন, নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। যুবকের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ওই যুবক স্বেচ্ছায় নাকি কারও প্ররোচনায় নাকি নেশা করে টলতে টলতে পা পিছলে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়েছিল সে বিষয়ে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত তদন্তে কারও বিরুদ্ধে ওই যুবককে কেউ ম্যানহোলে নামার জন্য প্ররোচিত করার তথ্য মেলেনি। ওই যুবক পরিচ্ছন্নতাকর্মী নন। নিহত যুবক মূলত পথ যুবক বা টোকাই বলে জানা গেছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত তার পরিচয় মেলেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, ঢাকার রাস্তায় প্রায় সব সময়ই অপরিকল্পিতভাবে খোঁড়াখুঁড়ি চলে। কোন সংস্থার সঙ্গে কোন সংস্থার সমন্বয় নেই। ফলে সারাবছর জুড়েই খানাখন্দ থাকে রাস্তায়। খানাখন্দ থাকার কারণে অনেক সময়ই ম্যানহোলের ঢাকনা থাকে না। রাস্তার কাজ পুরোপুরি শেষ হওয়ার পরেই সাধারণত ঢাকা ওয়াসা ইস্পাতের ঢাকনা বসায়। তার আগ পর্যন্ত অনেকটাই অরক্ষিত থাকে এসব ম্যানহোল ও খানাখন্দ। আবার ওয়াসা ঢাকনা লাগানোর পরেও অনেক সময়ই তার ঠিকমত তদারকি হয় না। এমন সুযোগে পাড়া মহল্লা ও নিরিবিলি রাস্তার ওয়াসার দামী ইস্পাতের ঢাকনা চুরি হয়ে যায়। এসব ঢাকনা চুরির সঙ্গে জড়িতদের অধিকাংশই মাদকাসক্ত। তারা নেশার টাকা যোগাড় করতে এসব ঢাকনা চুরি করে থাকে। এরপর তা বিক্রি করে দেয় বিভিন্ন ব্যবসায়ীর কাছে। আবার কোন কোন ব্যবসায়ীর নিজস্ব ঢাকনা চুরি সিন্ডিকেট রয়েছে। সিন্ডিকেটের ওইসব সদস্যদের দিয়ে ঢাকনা চুরি করিয়ে থাকে কোন কোন অসাধু ব্যবসায়ী ও ব্যক্তি। চুরি করা ঢাকনা পরবর্তীতে উচ্চমূল্যে বিক্রি করা হয়। ম্যানহোলের ঢাকনা না থাকার কারণে সেখানে পড়ে মানুষ, পশু, যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অনেকের মৃত্যু হয়। অনেকেই চিরতরে পঙ্গু হয়ে যান। সম্প্রতি অতিবৃষ্টির কারণে আর ম্যানহোলের ঢাকনা না থাকার কারণে প্রায়ই রাজধানীতে যানবাহন ও মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছেন। এজন্য ঢাকা ওয়াসা, ঢাকা সিটি কর্পোরেশন ও আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে পালাক্রমে মনিটরিং করার কাজ শুরু করেছে। বিশেষ করে নিরিবিলি রাস্তায় টহল বাড়ানো হয়েছে। যাতে সহজেই ঢাকনা চুরিসহ অন্যান্য অপরাধ সংঘটিত না হয়।
×