ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফরচুনের ‘চেঞ্জ দ্য ওয়ার্ল্ড লিস্টে’ ২৩ নম্বরে বিকাশ

প্রকাশিত: ০৪:০৯, ১৪ সেপ্টেম্বর ২০১৭

ফরচুনের ‘চেঞ্জ দ্য ওয়ার্ল্ড লিস্টে’ ২৩ নম্বরে বিকাশ

বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড ফরচুন ম্যাগাজিনের ‘চেঞ্জ দ্য ওয়ার্ল্ড লিস্টে’ সেরা ৫০টি কোম্পনির তালিকায় স্থান পেয়েছে। বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে অবদানের ভিত্তিতে পরিবর্তন ঘটানো সেরা ৫০টি কোম্পানির মধ্যে বিকাশের অবস্থান ২৩তম। তালিকায় থাকা কোম্পানিগুলোর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার মাধ্যমে ইতিবাচক সামাজিক অবদানের বিচারে ফরচুন তৃতীয়বারের মতো এই ‘চেঞ্জ দ্য ওয়ার্ল্ড’-এর এই বার্ষিক তালিকা তৈরি করেছে। মূলত তিনটি বিষয়কে মাথায় রেখে তালিকায় থাকা কোম্পানিগুলোর মূল্যায়ন ও র‌্যাঙ্কিং করা হয়। এগুলো হলো- সামাজিক প্রভাব, ব্যবসায়িক সাফল্য এবং উদ্ভাবনী শক্তি। -বিজ্ঞপ্তি বাজারে হুয়াওয়ে ওয়াই ৭ প্রাইম নতুন প্রজন্মের জনপ্রিয় ওয়াই সিরিজের মডেল ওয়াই সেভেন প্রাইম দেশের বাজারে নিয়ে এলো বিশে^র অন্যতম শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। নতুন ডিজাইন ও ফিচারের পাশাপাশি দুর্দান্ত পারফরমেন্সের স্মার্টফোনটি স্বাধীনচেতা ও উদ্যমী স্মার্টফোন ব্যবহারকারীদের চাহিদাকে বিবেচনায় রেখে তৈরি করা হয়েছে, যা দিয়ে তারা অনায়াসে যে কোন কাজ করতে পারবে। পাওয়ার সেভিং প্রযুক্তিসহ প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৪০০০ মিলিএ্যাম্পিয়ার ব্যাটারি। হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লি.-এর ডিভাইস বিজনেসের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াউদ্দিন চৌধুরী বলেন, সেটটিতে আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে দুর্দান্ত ক্যামেরা রয়েছে। -বিজ্ঞপ্তি
×