ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বজ্রপাতে শিশুসহ সাতজনের মৃত্যু

প্রকাশিত: ০৪:৪৩, ১২ সেপ্টেম্বর ২০১৭

বজ্রপাতে শিশুসহ সাতজনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ ছয় জেলায় বজ্রপাতে শিশুসহ মৃত্যু হয়েছে সাতজনের। এর মধ্যে মাগুরায় দুই কৃষক, ফরিদপুরে এক শিশু, মুন্সিগঞ্জে চা দোকানী, বাগেরহাটে কৃষক, যশোরে যুবক এবং ফটিকছড়িতে মারা গেছে এক ব্যক্তি। সোমবার এসব দুর্ঘটনা ঘটে। খবর নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতা। জানা গেছে, সোমবার দুপুর ১টার দিকে মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে পৃথক বজ্রপাতে দুইজনের মৃত্যু এবং অপর ২ জন আহত হয়েছে। নিহতরা হলোÑ ওই গ্রামের সোহরাব হোসেনের ছেলে ওলিয়ার রহমান (২২) ও সরোয়ার হোসেনের ছেলে সুজন হোসেন (২৫)। আহতরা হলোÑ আকিদুল ইসলাম (৪৫) ও ইমরান হোসেন (২৮)। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুইজন পেশায় কৃষক। এলাকাবাসী ও হতাহতদের পরিবার সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে পৃথক বজ্রপাতের ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ওলিয়ার রহমান ও সুজন হোসেন নামে দুইজন ঘটনাস্থলেই নিহত হয়। একই দিনে একই গ্রামে পৃথক অপর বজ্রপাতে আকিদুল ইসলাম ও ইমরান হোসেন আহত হয়। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বৃষ্টির সময় ঘরের বারান্দায় বসে ছিল। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। ফরিদপুর ॥ বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের নাঈম শেখ (১০) নামে এক শিশুর বজ্রপাতে মৃত্যু হয়েছে। সে মোঃ আসাদ শেখের ছেলে ও দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র। জানা গেছে, নাঈম সোমবার দুপুর দেড়টায় স্কুল শেষে বাড়ির পাশে ফাঁকা মাঠে বৃষ্টির মধ্যে অন্য ছেলেদের সঙ্গে ফুটবল খেলছিল। এ সময় বজ্রপাতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফটিকছড়ি ॥ উপজেলার ভূজপুর থানার পূর্ব ভূজপুর গ্রামে বজ্রপাতে মুহাম্মদ মান্নান (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু এবং তার সহোদর বোন মারাত্মকভাবে আহত হয়েছেন। নিহত মান্নান একই গ্রামের আলী মিয়ার বাড়ির মৃত বাদশা মিয়ার পুত্র। মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়িতে বজ্রপাতে দুলাল দেওয়ান (৫০) নামে এক চা দোকানির মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার হাটবালিগাঁও ইছামতি নদীর তীরে গুদারা ঘাটের দোকানঘরে অবস্থান করছিলেন। এ সময় ভারি বর্ষণ শুরু হলে তার দোকানের টিনের চালের ফুটো দিয়ে পানি পড়ে। দুলাল টিনের ফুটো বন্ধ করতে চালে হাত দিলে ওই সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাগেরহাট ॥ বাগেরহাটে বজ্রপাতে ভূষণ পাল (৪৪) নামে এ কৃষক নিহত হয়েছেন। এ সময় গোসাই পাল(৪৬), শঙ্কর পাল (৫০) ও প্রকাশ পাল (৪৫) নামে আরও ৩ কৃষক গুরুতর আহত হয়েছেন। তাদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার দক্ষিণ খানপুর গ্রামে এ ঘটনা ঘটে। যশোর ॥ যশোরের চৌগাছায় বজ্রপাতে টিপু সুলতান (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত টিপু সুলতান উপজেলার বুড়িন্দিদিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। উপজেলার বিভিন্ন গ্রামে ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার বিকেলে প্রচ- বর্ষণকালে বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে।
×