ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক গণহত্যা দিবসের’ স্বীকৃতি আহ্বান

প্রকাশিত: ০৮:১৪, ১১ সেপ্টেম্বর ২০১৭

আন্তর্জাতিক গণহত্যা দিবসের’ স্বীকৃতি আহ্বান

কূটনৈতিক রিপোর্টার ॥ ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে সংঘটিত গণহত্যাকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রবিবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকার বিদেশী মিশনের প্রতিনিধিদের প্রতি তিনি এই আহ্বান জানান। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নবনির্মিত মুক্তিযুদ্ধ জাদুঘর ভবন পরিদর্শন করেন। এ সময় ঢাকার ত্রিশটি মিশনের প্রতিনিধিরা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ ঢাকায় পাকিস্তানী বাহিনী গণহত্যা চালিয়েছিল। এটা বিশ্ববাসী জানেন। এই দিবসকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য বিদেশী মিশনের প্রতিনিধিদের প্রতি তিনি আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আহ্বান জানিয়েছেন। সে জন্য সরকারী ও বেসকারীভাবে বিভিন্ন উদ্যোগও নেয়া হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবেই মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিদের সামনে একটি মুক্তিযুদ্ধের তথ্যচিত্র তুলে ধরা হয়। এরপর মিশনের প্রতিনিধিরা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ঢাকায় নিযুক্ত ভ্যাটিকান সিটি মিশনের প্রধান আর্চবিশপ জর্জ কোচারি ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সদস্য ডাঃ সারোয়ার আলী।
×