ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে খাল দখল করে কারখানা স্থাপনের অভিযোগ

প্রকাশিত: ০৬:৩৪, ১১ সেপ্টেম্বর ২০১৭

গাজীপুরে খাল দখল করে কারখানা স্থাপনের অভিযোগ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ প্রভাবশালী এক নেতার নাম ভাঙ্গিয়ে গাজীপুরে উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত জমিসহ খাস জমি ও খাল দখল করে এক শিল্প কারখানা স্থাপন করা হয়েছে। রবিবার রাজেন্দ্রপুর এলাকার একটি রেস্টুুরেন্টে সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন। অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন সংবাদ সম্মেলনে বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের রাজেন্দ্রপুরের আড়াইশ প্রসাদ ও বিকে বাড়ি মৌজায় তার ক্রয়কৃত সাড়ে ৩১ শতাংশ জমি আছে। এ জমির পাশে সরকারী খাল ও খাসজমি রয়েছে। এছাড়াও ওই জমির দু’পাশে বনের জমি রয়েছে। গত কয়েকদিন আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রভাবশালী এক নেতার নাম ভাঙ্গিয়ে এনএজেড কারখানা কর্তৃপক্ষ অধ্যক্ষ ইজাদুর রহমান মিলনের জমিসহ সরকারী খালের ১৬ শতাংশ ও ৬ শতাংশ খাস জমি জোরপূর্বক দখল করে সীমানা দেয়াল তৈরি করেছে। এছাড়াও এলাকার পানি নিষ্কাশনের জন্য সরকারী ওই খালে প্রতিবন্ধকতা তৈরি করে কারখানা কর্তৃপক্ষ ওই জমির উপর দিয়ে অবৈধভাবে গ্যাস পাইপ লাইন নিয়েছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইজাদুর রহমান জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি ও অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি থানা পুলিশ ও আদালতের শরণাপন্ন হলে আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করে। তিনি অভিযোগ করে জানান, জমির সীমানা নির্ধারণের জন্য ২০১৬ সালের ৩১ মার্চ জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ সড়ক ও জনপথ বিভাগ, বন বিভাগ ও জমির প্রকৃত মালিককে অবহিত না করে জোরপূর্বক দখল করে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করে এবং গ্যাস পাইপ লাইন বসায়। তিনি বাধা দিলে তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ মামলা দিয়ে হয়রানির হুমকি দেয়। ঈদের দুইদিন আগে রাতে কারখানা কর্তৃপক্ষ নির্মাণাধীন দেয়াল ভেঙ্গে উল্টো তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। এসব ঘটনায় তিনি জয়দেবপুর থানায় একাধিক সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদ হাসান জানান, নিয়ম বিধি ও আইন মেনে সরকারী জমির সঙ্গে অপর পক্ষের জমির সীমানা নির্ধারণ করে দেয়া হয়েছে। এর বাইরে যদি কেউ জমি দখল করে কোন কিছু করেন তাহলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এনএজেড কারখানার সিনিয়র ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, কারখানা তাদের নিজস্ব সম্পত্তিতে সীমানা প্রাচীর দিয়েছে। তারা সরকারী কোন খাল বা জমি দখল করেননি।
×