ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বপ্নের মিশন শুরু আজ বাংলাদেশের মেয়েদের

প্রকাশিত: ০৫:০৭, ১১ সেপ্টেম্বর ২০১৭

স্বপ্নের মিশন শুরু আজ বাংলাদেশের মেয়েদের

জাহিদুল আলম জয় ॥ ঐতিহাসিক সন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের কিশোরী ফুটবলাররা। তাদের সামনে হাতছানি ফিফা অনুর্ধ-১৭ মহিলা বিশ্বকাপের মূলপর্বে খেলার। এটা সম্ভব হলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে সবচেয়ে সেরা সাফল্য রচিত হবে। স্বপ্নময় এ অর্জনের লক্ষ্যেই মিশন শুরু করছে লাল-সবুজের প্রতিনিধিরা। ‘এএফসি অ-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপে’র মূলপর্বে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ অনুর্ধ-১৬ মহিলা ফুটবল দল। থাইল্যান্ডের চনবুুরিতে বাংলার বাঘিনীদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আসরের বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। শুরুতেই অগ্নিপরীক্ষার মুখোমুখি হলেও ভাল করতে আত্মবিশ্বাসী কৃষ্ণা-সানজিদা-তহুরারা। এর মূল কারণ এই আসরে সেরা তিনে থাকতে পারলেই আগামী বছর উরুগুয়েতে অনুর্ধ-১৭ মহিলা বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। যা হবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে সেরা সাফল্য। কারণ ক্রিকেটে বাংলাদেশ বিশ্বকাপ খেললেও ফুটবলের যে কোন পর্যায়ের বিশ্বকাপে খেলা অনেক বড় অর্জন। ফুটবলের বিশ্বকাপে খেলার সুবর্ণ সুযোগ এখন বাংলার মেয়েদের। এজন্য অবশ্য নিজেদের ক্যারিয়ারের সেরা খেলাটাই খেলতে হবে কৃষ্ণা রানীর দলকে। গ্রুপে বাংলাদেশের তিনটি প্রতিপক্ষই শক্তিশালী। বাংলাদেশের গ্রুপে উত্তর কোরিয়া ছাড়াও আছে জাপান ও অস্ট্রেলিয়া। উত্তর কোরিয়া বর্তমান চাম্পিয়ন। জাপান তিনবারের চ্যাম্পিয়ন ও বর্তমান রানার্সআপ। অস্ট্রেলিয়া বাছাইপর্বে ‘ডি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে এসেছে। আর ২০০৯ সালে চূড়ান্তপর্বে হয়েছিল চতুর্থ। কাজেই কাজটা অত্যন্ত কঠিন এটা সবাই বুঝতে পারছেন। বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ করতে হলে বাংলাদেশকে প্রথমে গ্রুপপর্বের বাধা পেরুতে হবে। অর্থাৎ গ্রুপে চার দলের মধ্যে কমপক্ষে দ্বিতীয় হতে হবে। তাহলে মিলবে সেমিফাইনালে খেলার সুযোগ। শেষ চারের টিকেট পাওয়ার পর যদি ফাইনালে উঠে যায় তখনই রচিত হবে ইতিহাস। কেননা ফাইনালের দুই দলই বিশ্বকাপে খেলার টিকেট পাবে। আর সেমিতে হারলেও সুযোগ থাকবে। সেক্ষেত্রে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জিততে হবে। স্বপ্নপূরণের জন্য বাংলার মেয়েদের সামনে এমন সমীকরণ। তবে এসব নিয়ে আপাতত ভাবছে না বাংলাদেশ। তাদের লক্ষ্য ধাপে ধাপে এগোন। আজ উত্তর কোরিয়ার বিরুদ্ধে ম্যাচটি নিয়েই ভাবছে কোচ গোলাম রব্বানী ছোটনের দল। বাংলাদেশ কোচ বলেন, আমরা ডেথ গ্রুপে আছি। এরপরও সমানতালে লড়াই করার চেষ্টা করব। ছোটন বলেন, এখানে (থাইল্যান্ড) সবাই আমাদের মেয়েদের প্রশংসা করেছে। উত্তর কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া অনেক উঁচুমানের দল। সবাই আমাদের সমীহ করছে, এটা আমাদের জন্য অনুপ্রেরণা। বাংলাদেশ কোচ বলেন, আমাদের মেয়েরা কঠোর পরিশ্রম ও গত এক বছর নিজেদের প্রস্তুত করেছে। মেয়েরা মানসিকভাবে প্রস্তুত প্রথম ম্যাচে মাঠে নামার জন্য। সবাই খুব উত্তেজিত দেশের হয়ে খেলতে। সবার একটাই লক্ষ্য ভাল ফলাফল উপহার দেয়া। ছোটন বলেন, আমরা জানি প্রতিপক্ষ কতটা শক্তিশালী। তবু মেয়েরা আত্মবিশ্বাসী প্রতিদ্বন্দ্বিতা করতে। সবাই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এশিয়ার মহিলা ফুটবলের ভবিষ্যত তারকা হওয়ার সুযোগটা কাজে লাগাতে চান অধিনায়ক কৃষ্ণা রানী সরকার। তিনি বলেন, আমরা আমাদের সেরাটা দিয়ে ভাল করার চেষ্টা করব। অবশ্য ফিফা র‌্যাঙ্কিং চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। প্রমীলা র‌্যাঙ্কিংয়ে যেখানে উত্তর কোরিয়ার অবস্থান শীর্ষ দশে সেখানে বাংলাদেশের অবস্থান ১০৬তম। গ্রুপের বাকি দুই দলের অবস্থান র‌্যাঙ্কিংয়ে আরও মজবুত। অস্ট্রেলিয়া এশিয়ার মধ্যে এক নম্বরে, সার্বিকভাবে ষষ্ঠ স্থানে। আর জাপান এশিয়ায় দ্বিতীয় ও সার্বিকভাবে অষ্টম স্থানে।
×