ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাঝিড়া-সোনাহাটা সড়কে দুর্ভোগের অন্ত নেই

প্রকাশিত: ০৪:৩৩, ১০ সেপ্টেম্বর ২০১৭

মাঝিড়া-সোনাহাটা সড়কে দুর্ভোগের অন্ত নেই

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার শাজাহানপুর উপজেলার প্রায় দুই লাখ মানুষের যোগাযোগের গুরুত্বপূর্ণ মাঝিড়া-সোনাহাটা গ্রামীণ সড়ক ভেঙ্গে খানাখন্দ ও ডোবা হয়ে যায়, অথচ সংস্কারের কোন বরাদ্দ মেলে না। রাস্তা এতটাই বেহাল যে দিনে দিনে প্রভাব পড়ছে সামাজিক সম্পর্ক গড়ার ওপর। বিয়েশাদির বিষয়ে কেউ খোঁজখবর করতে গেলে প্রথমেই হোঁচট খায় রাস্তা দেখে। কখনও ছেলে-মেয়ের বিয়ে দিয়ে এই গ্রামগুলোতে কেউ কুটুম্বিতা করতে চায় না। বর্ষা মৌসুমে যোগাযোগ একেবারেই বিপর্যস্ত হয়ে পড়ে। শুকনো মৌসুমেও যারপর নেই দুর্ভোগ পোহাতে হয়। ১৯৯৬ সালে সড়কটি পাকা হওয়ার পর বিশ গ্রামের লাখো মানুষ গত প্রায় দুই যুগে এই রাস্তার কোন ধরনের সংস্কার দেখেনি। পাকা রাস্তা দিনে দিনে আধাভাঙ্গার পর মাটির রাস্তায় পরিণত হয়েছে। রাস্তার মধ্যে বড় বড় খানাখন্দের সৃষ্টি তো হয়ে ডোবায় পরিণত। কর্তৃপক্ষ বলছে, এই রাস্তা সংস্কার বা পুনর্নির্মাণে কোন বরাদ্দ মেলেনি। বগুড়া-ঢাকা জাতীয় মহাসড়ক থেকে পূর্ব দিকে মাঝিড়া বন্দর হয়ে সোনাহাটা পর্যন্ত এই রাস্তার দৈর্ঘ্য ৭ কিলোমিটারের বেশি। সড়কটি করতোয়া নদী পার হয়ে শাহনপুর বন্দরের ওপর দিয়ে ধুনট উপজেলার সোনাহাটায় গিয়ে ঠেকেছে। সোনাহাটা এই অঞ্চলের বড় ব্যবসা কেন্দ্র। পার্শ্ববর্তী তাঁতপ্রধান জেলা সিরাজগঞ্জের তাঁতবস্ত্র এই হাটে পাইকারি বেচাকেনা হয়। এই সড়ক দিয়েই পূর্ব-উত্তর দিকের গাবতলী উপজেলার কয়েকটি এলাকার সংযোগ আছে। ধুনট ও গাবতলী উপজেলার সোনাহাটা বেড়েরবাড়ি, কচুয়াদহ, নাবিল্লা, বড়পাথার, ফুলকোট, কামারপাড়া, বিরিকুল্লা, দারিকুল্লা, জৈন্তিবাড়ি, দক্ষিণপাড়া, বিলকেশপাথার, দহিকান্দি, শাহনগর, বিহিগ্রাম, দুরুলিয়া, চকগোপিনাথপুর, চোপিনগরের অন্তত দুই লাখ মানুষের এই রাস্তাটি যোগাযোগের সবচেয়ে বড় অবলম্বন।
×