ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আজ ফ্লোরিডায় আঘাত হানছে ঘূর্ণিঝড় ইরমা ॥ নিরাপদ আশ্রয়ে ৫৬ লাখ মানুষ

ভয়াবহ ধ্বংসযজ্ঞের আশঙ্কা

প্রকাশিত: ০৪:০২, ১০ সেপ্টেম্বর ২০১৭

ভয়াবহ ধ্বংসযজ্ঞের আশঙ্কা

প্রচণ্ড বেগে ধাবমান ঘূর্ণিঝড় ইরমা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানতে চলেছে। এটির ধ্বংসাত্মক শক্তি এত ব্যাপক, তা পুরো রাজ্যটিকে লণ্ড ভণ্ড করে দেবে। এ সংক্রান্ত আবহাওয়ার পূর্বাভাস পেয়ে ফ্লোরিডা থেকে বহু মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে চলে গেছে। সর্বশেষ খবরে জানা গেছে, কর্তৃপক্ষ ৫৬ লাখ মানুষকে ফ্লোরিডা ত্যাগ করতে বলেছে। এই সংখ্যা ফ্লোরিডার মোট জনগোষ্ঠীর এক-চতুর্থাংশ। উপগ্রহে ধারণকৃত চিত্র অনুযায়ী ধারণা করা হচ্ছে, এটি রবিবার সকালে ফ্লোরিডার দক্ষিণে আঘাত হানার পর উত্তরের ঘনবসতিপূর্ণ এলাকার দিকে অগ্রসর হবে। কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার উর্ধতন কর্মকর্তা উইলিয়াম ব্রক লং শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, ফ্লোরিডা এই দুর্যোগে পতিত হবে কিনা এখন এ প্রশ্নটি বড় হয়ে দেখা দিচ্ছে না বরং প্রশ্ন একটিই তা হলো কত ব্যাপক ক্ষতি হতে যাচ্ছে ফ্লোরিডার! খবর ওয়াশিংটন পোস্ট। এদিকে আগামী সপ্তাহের শুরুতে প্রচণ্ড বৃষ্টিপাতজনিত কারণে বন্যার আশঙ্কায় জর্জিয়া ও ক্যারোলিনাতে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। কিন্তু ফ্লোরিডার ওপর ভয়াবহ দুর্যোগের আশঙ্কা কেউ উড়িয়ে দিতে পারছে না। ফ্লোরিডা ঝড়ের পূর্বাভাসে বলা হয়েছে, অনবরত বর্ষণে বৃষ্টির পরিমাণ ২০ ইঞ্চি হতে পারে এবং ঘূর্ণিঝড়ের কেন্দ্রবিন্দুতে বাতাসের তীব্র গতিবেগ যুক্তরাষ্ট্রের মূল ভূখ-ে আঘাত হানার আগে ফ্লোরিডায় কতটুকু সর্বনাশ ঘটাবে। আতঙ্কজনক ঘূর্ণিঝড় পূর্বাভাসের এক পর্যায়ে ন্যাশনাল হ্যারিকেন সেন্টার থেকে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ইরমা ফ্লোরিডায় ভয়াবহ এবং ব্যাপক ভূমিধসের কারণ হতে পারে এবং ঘূর্ণিঝড় কেন্দ্রের বাইরেও সঞ্চিত প্রচ- বায়ু শক্তি ব্যাপক জীবনহানি ঘটাতে পারে। এতে বলা হয়, ইরমায় ঘণ্টায় ১৫৫ মাইল তারও বেশি গতিবেগ সম্পন্ন ঝড় হাওয়া পুঞ্জীভূত আছে। গত শুক্রবার বাহামা দ্বীপপুঞ্জের মাঝামাঝি এলাকা থেকে কিউবার উত্তর উপকূলের মধ্যে ঘূর্ণিঝড়ের তা-বে এর ব্যাপক বিধ্বংসী রূপ ধরা পড়েছে। এটিকে চার মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে শনাক্ত করা যায়। ঘূণিঝড় ইরমার ধ্বংসাত্মক তা-বলীলা সম্পর্কে যুক্তরাষ্ট্রের সর্বত্র সকল পর্যায়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। আলাবামা থেকে উত্তর ক্যারোলিনা পর্যন্ত প্রতিটি অঙ্গরাজ্যের সকল নাগরিককে ঘূর্ণিঝড়ের গতিবিধি পর্যবেক্ষণ ও সার্বক্ষণিক সতর্কতামূলক প্রস্তুতি নেয়ার কথা বলা হচ্ছে। এসব সতর্কবার্তায় বলা হয়েছে, এই ভয়াবহ ঝড়ের তা-ব শুধু ফ্লোরিডা নয়, যুক্তরাষ্ট্রের অন্যান্য দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যের বিস্তৃতি লাভ করতে পারে। সমুদ্র উপকূলবর্তী রাজ্য ফ্লোরিডার জন্য এই ঘূর্ণিঝড় খুব একটা নতুন কিছু নয়। কেননা, এই রাজ্যের অধিবাসীরা ১৯৯২ সালে ৫ ক্যাটাগরির হ্যারিকেন এ্যান্ডুর তা-বলীলা প্রত্যক্ষ করেছে। এছাড়া মাঝে মাঝেই তাদের ঝড়, বন্যা ও প্রবল দমকা হাওয়ার মোকাবেলা করতে হয়। এসব কারণে দক্ষিণ ফ্লোরিডার মানুষের মাঝে ঘূর্ণিঝড় ইরমা খুব একটা আতঙ্কের ছায়া ফেলতে পারেনি। অনেকে হয়তো ঘূর্ণিঝড়ের সময় নিজ বাসায়ই থেকে যাওয়ার মনস্থির করে রেখেছেন। কিন্তু এ প্রসঙ্গে উইলিয়াম লং বলেন, যে ভয়াবহ ঘূর্ণিঝড় ফ্লোরিডায় আঘাত হানতে যাচ্ছেÑ তার ভয়াবহতা এ পর্যন্ত কেউ আঁচ করতে পারবে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, সতর্কবার্তায় কর্ণপাত না করলে তারা নিশ্চিত বিপদের সম্মুখীন হবে। তাই তাদের মুহূর্তে ঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়া উচিত। সপ্তাহব্যাপী ক্যারিবিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ তাণ্ডব চালিয়ে অন্তত ২১ জনের প্রাণহানির পর ঘূর্ণিঝড়টি শুক্রবার কিউবায় আছড়ে পড়ে। কর্তৃপক্ষের নির্দেশের পর মিয়ামির আশপাশসহ অনেক এলাকা থেকে ব্যাপক অপসারণ প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু সড়কে অসংখ্য গতিরোধক থাকার পাশাপাশি জ্বালানি সঙ্কট এবং বৃদ্ধদের অবসরকালীন গন্তব্যে নিয়ে যাওয়ার চেষ্টায় দ্রুত সবাইকে সরিয়ে নেয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা। সবাইকে সতর্ক করে ফ্লোরিডার গবর্নর রিক স্কট বলেছেন, আমাদের সময় কম, আপনি যদি খালি করে ফেলার নির্দেশ দেয়া অঞ্চলগুলোর মধ্যে থাকেন, তাহলে এখনই চলে যান। এটা এমন এক সর্বনাশা ঝড় হতে যাচ্ছে, যা আমাদের রাজ্য আগে দেখেনি। ইরমাকে ‘ঐতিহাসিক ধ্বংসযজ্ঞের ক্ষমতাসম্পন্ন ঝড়’ অভিহিত করে এক ভিডিওবার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প জনগণকে সরকারী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশনা মেনে চলতে অনুরোধ করেছেন। ঘণ্টায় ২৫০ কিলোমিটার গতিবেগের বাতাস নিয়ে ইরমা চার মাত্রার ঝড়ে পরিণত হয়ে মিয়ামির ৪৮৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে বলে শুক্রবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচএস) সর্বশেষ আবহাওয়া বার্তায় জানানো হয়।
×