ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৮শ’ কোটি টাকা ব্যয়ে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল নির্মাণ প্রকল্পের ভিত্তি স্থাপন

প্রকাশিত: ০৬:২৯, ৯ সেপ্টেম্বর ২০১৭

১৮শ’ কোটি টাকা ব্যয়ে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল নির্মাণ প্রকল্পের ভিত্তি স্থাপন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের পতেঙ্গায় বন্দরের অধীনে আরও একটি কন্টেনার টার্মিনাল নির্মিত হচ্ছে। পিসিটি (পতেঙ্গা কন্টেনার টার্মিনাল) নামের এ প্রকল্প ১৮শ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে। প্রকল্প শুক্রবার বাস্তবায়ন করবে বাংলাদেশ সেনাবাহিনী। সকালে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। পিসিটির তিনটি কন্টেনার জেটি, ১টি ডলফিন জেটি, ৪২০ মিটার দীর্ঘ ফ্লাইওভার, ৬ লেনের সড়কসহ অবকাঠামো নির্মাণকাজ আগামী ১৫ দিনের মধ্যে শুরু হবে। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপি-। চট্টগ্রাম বন্দর একটি নাম। অতীতে এ বন্দরে রক্ত সঞ্চালন ছিল না। ছিল জমাট বাঁধা। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বন্দরের হৃৎপি-ে অপারেশন করেন এবং সচল রাখতে সক্ষম হয়েছেন। তিনি প্রমাণ করেছেন, রাষ্ট্র পরিচালনায় তার দক্ষতা ও অভিজ্ঞতা। দক্ষ চালকের হাতে যেমন দুর্ঘটনা কম ঘটে, অনুরূপভাবে দক্ষ রাষ্ট্রচালক থাকলে সে রাষ্ট্র গতিশীল হয়। বন্দরের জন্য ৪৬ হ্যান্ডলিং যন্ত্রপাতি চট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডলিংয়ের জন্য ৪ ক্রেনসহ ৪৬ নতুন যন্ত্রপাতি এসে পৌঁছেছে। ক্রেনগুলো হচ্ছে রাবার টায়ার গ্যান্ট্রি (আরটিজি)। দুপুরে বন্দরের এনসিটি ইয়ার্ডে এসব নতুন যন্ত্রপাতি পরিদর্শন করেন নৌমন্ত্রী শাজাহান খান। চীনের তৈরি ৪টি আরটিজি ক্রেন ছাড়া নতুন আনা অন্যান্য যন্ত্রপাতির মধ্যে রয়েছে পোল্যান্ডের তৈরি ৪টি লোডেড কন্টেনার হ্যান্ডলিং রিচ স্টেকার, চীনের তৈরি ৪টি কন্টেনার হ্যান্ডলিং ফ্রকলিফট ট্রাক, ৫টি কন্টেনার মুভার, ফ্রান্সের তৈরি ৪টি টেলিহ্যান্ডলার, চীনের তৈরি ১০টি লোমাস্ট ফ্রকলিফট ট্রাক, ১০টি ৫ টন ক্ষমতার হাইমাস্ট ফ্রকলিফট ট্রাক এবং জার্মানির তৈরি ৬টি লগ হ্যান্ডলার। এসব যন্ত্রপাতি ক্রয়ে প্রায় ৪০ কোটি টাকা ব্যয় করা হয়েছে।
×