ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফেলানী হত্যা মামলার রিট

ভারতের সুপ্রীম কোর্টে শুনানি ২৫ অক্টোবর

প্রকাশিত: ০৫:০৭, ৯ সেপ্টেম্বর ২০১৭

ভারতের সুপ্রীম কোর্টে শুনানি ২৫ অক্টোবর

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে ॥ শুক্রবার ভারতের সুপ্রীমকোর্টের ৯ নং আদালতে ফেলানী হত্যা বিষয়ে ফেলানীর বাবার করা রিট মামলার শুনানির তারিখ নির্ধারিত ছিল। বিচারপতি রামায়ণ ও বিচারপতি অমিতাভ রায়ের যৌথ বেঞ্চ রিট শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন আগামী ২৫ অক্টোবর। একই বিষয়ে পৃথক দুটি রিট থাকায় ভারতের সুপ্রীমকোর্টের নির্ধারিত বেঞ্চের দুই বিচারক যে কোন একটি রিট শুনানির জন্য সংশ্লিষ্ট আইজীবীদের সিদ্ধান্ত নিতে বলেন। কারণ ফেলানীর হত্যা বিষয়ে প্রথম রিট আবেদন করেন ভারতের বিশিষ্ট আইনজীবী অপর্ণা ভাট। পরবর্তীতে ফেলানীর বাবা নুরুল ইসলাম নুরুর অনুরোধে ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চ (মাসুম) ভারতের সুপ্রীমকোর্টে ২০১৫ সালের ১৩ জুলাই অপর রিট মামলাটি দায়ের করে। ফেলানী হত্যা মামলায় ফেলানীর বাবাকে সহায়তাকারী আইনজীবী কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন এ খবর জানিয়েছেন। ২০১১ সালের ৭ জানুয়ারি বাবার সঙ্গে দালালদের মাধ্যমে সীমান্ত পার হতে গিয়ে কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে প্রাণ হারায় বাংলাদেশী কিশোরী ফেলানী। দেশ ও বিদেশে তীব্র সমালোচনার মুখে একে একে দু’বার বিএসএফ তার নিজস্ব আদালতে বিচারের মুখোমুখি করে অভিযুক্ত অমিয় ঘোষকে। কিন্তু দু’বারই খালাস পেয়ে যান অমিয় ঘোষ। ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চের সহায়তায় ফেলানী হত্যার বিচার ও ক্ষতিপূরণ চেয়ে ভারতের সুপ্রীমকোর্টে আবেদন করেছেন ফেলানীর বাবা নুরুল ইসলাম নুরু। সুপ্রীমকোর্ট ২০১৫ সালের ১৩ জুলাই আবেদনটি গ্রহণ করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ কয়েকটি সংস্থাকে কারণ দর্শানোর নির্দেশ দেয়। রিট মামলার নম্বর-২৪১/২০১৫।
×