ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অক্টোবরের মাঝামাঝি দুই বড় দলের সঙ্গে সংলাপে বসবে ইসি

অক্টোবরের মাঝামাঝি দুই বড় দলের সঙ্গে সংলাপে বসবে ইসি

প্রকাশিত: ০৫:০৪, ৯ সেপ্টেম্বর ২০১৭

অক্টোবরের মাঝামাঝি দুই বড় দলের সঙ্গে সংলাপে বসবে ইসি

স্টাফ রিপোর্টার ॥ অক্টোবরের মাঝামাঝি সময়ে দেশের বড় দুই রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন। রোডম্যাপ অনুযায়ী সেপ্টেম্বরের মধ্যেই রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষ করার কথা। সে অনুযায়ী ২১ সেপ্টেম্বর পর্যন্ত ১৪টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের সময়সূচী নির্ধারণ করা হয়েছে। তবে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা ২৩ সেপ্টেম্বর দেশের বাইরে অবস্থান করবেন। ফলে ২১ সেপ্টেম্বরের পর কোন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হচ্ছে না। সিইসি দেশের ফেরার পর অক্টোবর থেকে ফের শুরু হচ্ছে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ। একাদশ জাতীয় নির্বাচন নিয়ে গত ২৪ আগস্ট রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। ঈদের আগে তারা ৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ সম্পন্ন করেছে। ঈদের পর আগামী রবিবার থেকে পুনরায় শুরু হচ্ছে সংলাপ। ওইদিন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সংলাপের সময়সূচী নির্ধারিত রয়েছে। ইতোমধ্যে সংলাপে বসতে দল দুটিকে ইসির পক্ষ থেকে সংলাপে বসতে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৪ দলের সঙ্গে সংলাপের সময়সূচী নির্ধারণ করা হয়েছে। ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সংলাপের তারিখ নির্ধারণ করা হবে তাদের সঙ্গে আলাপ করেই। আগামী ২১ তারিখ পর্যন্ত বিভিন্ন দলের সঙ্গে সংলাপের তারিখ নির্ধারণ করা আছে। এই সংলাপের মাঝেই বড় দুই দলের সঙ্গে সংলাপের তারিখ ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী অক্টোবরের মধ্যেই রাজনৈতিক দলসহ সবার সঙ্গে সংলাপ শেষ করার কথা রয়েছে। নবেম্বরে রাজনৈতিক দলসহ সুশীল সমাজ ও গণমাধ্যমের সঙ্গে সংলাপের বিষয়বস্তু নিয়ে প্রাথমিক খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর ডিসেম্বরে তা চূড়ান্ত করে সরকার এবং সংশ্লিষ্টদের কাছে পাঠিয়ে দেয়া হবে। ইসি’র একটি সূত্র জানিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আগামী ২৩ থেকে ২৮ সেপ্টেম্বর দেশের বাইরে সফরে থাকবেন। যে কারণে ওই সময়ে অন্য কোন দলের সঙ্গে সংলাপের সম্ভাবনা নেই। সিইসি দেশে ফিরলে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে আবার সংলাপ শুরু হবে। ইসি সূত্রে জানা গেছে, ঈদের পরে এখন পর্যন্ত ১৪ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের তারিখ নির্ধারিত আছে। ঈদের আগে ৫টি দলের সঙ্গে সংলাপ সম্পন্ন করেছে। তাদের সূচী অনুযায়ী ১২ সেপ্টেম্বর সকালে বাংলাদেশ খেলাফত মজলিস ও বিকেলে ইসলামী ঐক্যজোট এবং ১৪ সেপ্টেম্বর সকালে কল্যাণ পার্টি ও বিকেলে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ১৭ সেপ্টেম্বর সকালে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও বিকেলে বাংলাদেশ জাতীয় পার্টি, ১৮ সেপ্টেম্বর সকালে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) ও বিকেলে প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), ২০ সেপ্টেম্বর সকালে গণফ্রন্ট ও বিকেলে গণফোরাম, ২১ সেপ্টেম্বর সকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও বিকেলে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র সঙ্গে সংলাপের তারিখ নির্ধারিত আছে। গত ৩১ জুলাই থেকে সুশীল সমাজ, গণমাধ্যমের পর গত ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে কমিশন। ইসি কর্মকর্তারা জানান, সেপ্টেম্বরের মধ্যে ৪০টি দলের সঙ্গে সংলাপের কর্মপরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়ে তা শেষ করা সম্ভব হবে না। সেক্ষেত্রে অন্যদের নিয়ে অক্টোবরের মধ্যেই সবার সঙ্গে আলোচনা করতে হবে। ইসির কর্মপরিকল্পনা অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে নির্বাচন পর্যবেক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে বসবে ইসি। এর আগে একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে গত ১৬ জুলাই নির্বাচন কমিশন একটি রোডম্যাপ প্রকাশ করে। সেখানে সংলাপ ছাড়াও নির্বাচনের আগে আইন কাঠামো সংস্কার, সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সংশ্লিষ্ট সকলের সক্ষমতা বৃদ্ধির কথা বলা হয়েছে। ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ সম্পন্ন করেছে ইসি। আগামী অক্টোবরে নতুন দলের নিবন্ধন এবং নিবন্ধিত রাজনৈতিক দলের নিরীক্ষা শুরু হবে। এছাড়া আইন কাঠামোর সংস্কার এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন।
×