ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওবামা হতে যাচ্ছেন সবচেয়ে খরুচে সাবেক প্রেসিডেন্ট

প্রকাশিত: ০৪:২২, ৯ সেপ্টেম্বর ২০১৭

ওবামা হতে যাচ্ছেন সবচেয়ে খরুচে সাবেক প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির সবচেয়ে খরুচে সাবেক প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। তিনি আগামী বছরের জন্য ১১ লাখ ৫৩ হাজার মার্কিন ডলার বরাদ্দ চেয়েছেন। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের একটি মেমো থেকে সম্প্রতি দেশটির সাবেক পাঁচ প্রেসিডেন্টের জীবনযাত্রার জন্য ভাতা বাবদ বরাদ্দের এই হিসাব বাইরে এলো। স্কাই নিউজ। আগামী বছরের জন্য (২০১৮) ওবামার পক্ষ থেকে ১১ লাখ ৫৩ হাজার ডলার চাওয়া হয়েছে। এক বছরের জন্য এই পরিমাণ জজ ডব্লিউ বুশের চেয়ে প্রায় ১ লাখ ডলার এবং বিল ক্লিনটনের চেয়ে ২ লাখ ডলার বেশি। আগামী বছরের জন্য বুশ চেয়েছেন ৯ লাখ ৪২ হাজার ডলার এবং অপর সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার চেয়েছেন তার প্রায় অর্ধেক ৪ লাখ ৫৬ হাজার ডলার।
×