ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামালপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

প্রকাশিত: ০৫:৩৮, ৮ সেপ্টেম্বর ২০১৭

জামালপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৭ সেপ্টেম্বর ॥ পানিতে ডুবে বৃহস্পতিবার দুপুরে দুই বোন অন্তরা আক্তার সৃষ্টি ও হুমাইয়া আক্তার মারা গেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের আলম মিয়া ঢাকায় বসবাস করেন। তিনি তার স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে এবারের ঈদে বাড়িতে বেড়াতে এসেছিলেন। তার মেয়ে অন্তরা আক্তার সৃষ্টি (১৩) ও হুমাইয়া আক্তার (৬) বৃহস্পতিবার দুপুরের দিকে তাদের বাড়ির পাশে জলাবদ্ধ পানিতে কলাগাছ নিয়ে খেলতে নামে। আকস্মিক তারা পানিতে ডুবে যায়। এ সময় স্থানীয়রা তাদেরকে খোঁজাখুঁজি করে কলাগাছের নিচ থেকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় শিশু দুটির পরিবারে এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত অন্তরা আক্তার সৃষ্টি ঢাকা পূর্ব বাসাবো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। শেরপুরে শিশু নিজস্ব সংবাদদাতা শেরপুর থেকে জানান, শ্রীবরদীতে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর পুকুর থেকে ইয়াসিন (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে পৌর শহরের উপজেলা কমপ্লেক্স পুকুর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত ইয়াসিন সাতানী শ্রীবরদী মহল্লার সাজু মিয়ার ছেলে। জানা যায়, বুধবার বিকেল ৪টা থেকে নিখোঁজ হয় ইয়াসিন। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে ইয়াসিনের বন্ধুদের জিজ্ঞাসা করে। তারা বলে ইয়াসিনকে উপজেলা কমপ্লেক্স পুকুরে গোসল করতে দেখেছে। ওই সময় পরিবারের সদস্যসহ স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের তলদেশ থেকে ইয়াসিনকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নওগাঁ নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আত্রাইয়ে পানিতে ডুবে সামিউল আলম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার পাঁচুপুর ইউনিয়নের নবাবেরতাম্বু গ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে ওই শিশুর মৃত্যু হয়। নিহত শিশু সামিউল ওই গ্রামের আবুল কালাম আজাদের পুত্র।
×