ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুট

ফেরি পারাপারে বিপর্যয় ॥ ফিরিয়ে দেয়া হচ্ছে ভারি যানবাহন

প্রকাশিত: ০৬:১৩, ৭ সেপ্টেম্বর ২০১৭

ফেরি পারাপারে বিপর্যয় ॥ ফিরিয়ে দেয়া হচ্ছে ভারি যানবাহন

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৬ সেপ্টেম্বর ॥ কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে পদ্মার পানি হ্রাস পাওয়ায় নাব্য সঙ্কট আরও তীব্র আকার ধারণ করেছে। ফলে ফেরি পারাপারে মারাত্মক বিপর্যয় নেমে এসেছে। পরিস্থিতি এতটাই নাজুক যে ভারি যানবাহন ফরিদপুর জেলার ভাঙ্গা বিশ্বরোড মোড় থেকে শিবচর-কাঁঠালবাড়ি রোডে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তাদের পাটুরিয়া-দৌলদিয়া নৌরুট ব্যবহার করার পরামর্শ দিয়ে ফিরিয়ে দেয়া হচ্ছে। এ নৌ-রুটে চলাচলরত ২০ ফেরির মধ্যে ১২টি এখনও বন্ধ রয়েছে। পারাপারের অপেক্ষায় কাঁঠালবাড়ি ঘাটে আটকে পড়েছে সাড়ে ৩ শতাধিক যানবাহন। বর্তমানে ছোট ছোট ৮টি ফেরি দিয়ে যানবাহন পাড় করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ৬ দিন ধরে এ অবস্থা সৃষ্টি হওয়ায় কার্যত অচল হয়ে পড়েছে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে ফেরি যোগাযোগ ব্যবস্থা। এদিকে লৌহজং, কবুতরখোলা ও হাজরা টার্নিং পয়েন্টে গত ৫ দিন ধরে ৫টি ড্রেজার রাতদিন ড্রেজিং কার্যক্রম চালিয়ে গেলেও পরিস্থিতির কোন উন্নতি হয়নি। পদ্মায় পানি কমতে থাকায় ডুবোচর জেগে উঠায় নাব্য সঙ্কট আরও প্রকট আকার ধারণ করছে। চ্যানেল মুখের নব্য ফিরিয়ে আনতে ড্রেজিংয়ের কাজে পদ্মাসেতুর বড় হাইড্রোলিক ড্রেজারও ব্যবহার করা হচ্ছে। বুধবার দুপুরে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট পরিদর্শন এসে যাত্রী দুর্ভোগ দেখে দুঃখ প্রকাশ করেছেন বিআইডব্লিউটিএয়ের চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক। ঈদ শেষে কর্মস্থল রাজধানীতে ফিরতে দক্ষিণাঞ্চলের মানুষের ভিড় বেড়েছে কাঁঠালবাড়ি ঘাটে। এদিকে স্পিডবোট কাউন্টারে ঢুকতেই একটি অংশে টানিয়ে রাখা হয়েছে নির্ধারিত ভাড়ার তালিকা, যা কাগজ সেঁটে লাল স্কচটেপ দিয়ে আটকে ঢেকে দেয়া হয়েছে। ২০ যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন স্পিডবোটে ২৪ থেকে ২৫ জন যাত্রী নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছে। প্রতিটি লঞ্চেও বোঝাই করা হচ্ছে অতিরিক্ত যাত্রী। অন্যদিকে কাঁঠালবাড়ি ঘাটে একশ্রেণীর অসাধু ব্যক্তি স্পিডবোটে ১২০ টাকার ভাড়া ২শ’ টাকা ও লঞ্চে ৩৫ টাকার ভাড়া ৫০ টাকা হারে বাড়তি ভাড়া আদায় করছে বলে সাধারণ যাত্রীদের অভিযোগ। কাঁঠালবাড়ি ঘাটে যাত্রীদের হয়রানি ও দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। স্পিডবোটে দেড় শ’ টাকার স্থলে দুই শ’ টাকা ভাড়া আদায় করার অভিযোগে বুধবার দুপুরে স্পিডবোট কাউন্টারে অভিযান চালায় ভ্রম্যমাণ আদালত। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পেয়ে কাউন্টারে থাকা কামাল মোল্যা, মোশাররফ, মনির বেপারি ও সিকিম আলী নামের ৪ জনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের ৭দিন করে সাজা প্রদান করা হয়।কাঁঠালবাড়ি স্পিডবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হাওলাদার বলেন, ‘ঘাটের সবকিছু আমাদের অধীনে নেই। ভাড়া বাড়ানো বা কোন সিদ্ধান্তই আমাদের মতামতে হয় না। ঘাটের ইজারাদার ও অন্যদের সিদ্ধান্তেই সবকিছু বিবেচনা করা হয়।’ স্পিডবোট ঘাটে ভাড়ার তালিকা ঢেকে দেয়ার বিষয়ে তিনি বলেন, ভাড়ার তালিকা শিবচরের ইউএনও নির্ধারণ করে টানিয়ে রেখেছিলেন। এখন ওই তালিকার কী অবস্থা বা কেন কাগজ সেঁটে লাল স্কচটেপ দিয়ে আটকে দেয়া হয়েছে তা আমার জানা নেই।’ ডুবোচরে আটকেপড়া দুই ফেরি উদ্ধার স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের নাব্য সঙ্কটের ফেরি চলাচলে প্রায় অচলাবস্থা এখন। বুধবার ২১ ফেরির মধ্যে ছোট আকারের ৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপারের চেষ্টা চলছে। এদিকে পদ্মার ডুবোচরে আটকে পড়া ফেরি রায়পুরা ও ফরিদপুরকে মঙ্গলবার রাতে উদ্ধার করা হয়েছে। এখন অল্প পানিতে কমসংখ্যক যান নিয়ে ওজন কমিয়ে চলাচল করছে ছোট আকারের ফেরি করবী, কেতবী, ঢাকা, কুমিল্লা ও কর্ণফুলী। বিআইডব্লিউটিএ ইতোমধ্যে ভারি যানবাহনকে বিকল্প পথে চলাচল করতে নির্দেশনা দিয়েছে। শিমুলিয়ায় প্রাইভেটকারসহ ছোট-বড় মিলিয়ে তিন শতাধিক যানবাহন পরাপারের অপেক্ষায় প্রহর গুনছে। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক খন্দকার শাহ নেওয়াজ খালিদ জানান, বুধবার ঢাকা, কুমিল্লা, কাকলী, কর্ণফুলী ও করবী নামের পাঁচটি ফেরি কোন রকমে চলতে পারছে। প্রাইভেটকার ও মাইক্রোবাসের মতো হালকা যানবাহনসহ যাত্রীদের পারাপার করা হচ্ছে।
×