ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইপিপিএনডব্লিউর সহসভাপতি নির্বাচিত হলেন বিএসএমএমইউ উপাচার্য

প্রকাশিত: ০৫:৪৮, ৭ সেপ্টেম্বর ২০১৭

আইপিপিএনডব্লিউর সহসভাপতি নির্বাচিত হলেন বিএসএমএমইউ উপাচার্য

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান নোবেল বিজয়ী পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ বিষয়ক চিকিৎসকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ফিজিশিয়ান্স ফর দি প্রিভেনশন অব নিউক্লিয়ার ওয়ার (আইপিপিএনডব্লিউ)-এর সহসভাপতি নির্বাচিত হয়েছেন। বুধবার যুক্তরাজ্যের ইয়র্কে অনুষ্ঠিত আইপিপিএনডব্লিউর সম্মেলনের সমাপনী দিনে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানকে সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি নির্বাচিত করা হয়। ফলে দক্ষিণ এশিয়ার নিউক্লিয়ার বিরোধী কর্মসূচী আরও বেগবান হবে বলে আশা করা যাচ্ছে। বর্তমান বিশ্ব বাস্তবতায় পারমাণবিক যুদ্ধসহ পারমাণবিক অস্ত্রের ব্যবহারের ঝুঁকি ক্রমশ বাড়ছে। এ অবস্থায় বিশ্বের ৬৪ দেশের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সচেতন নাগরিকদের প্রিয় সংগঠন আইপিপিএনডব্লিউর উপযোগিতা ও গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ১৯৮৩ সালে নোবেল প্রাইজ বিজয়ী সংগঠনটি পারমাণবিক অস্ত্র ব্যবহার জনিত স্বাস্থ্যঝুঁকি কমাতে কাজ করে যাচ্ছে। আইপিপিএনডব্লিউর বাংলাদেশের অঙ্গসংগঠন হচ্ছে পিএসআর, বাংলাদেশ; যা বাংলাদেশের প্রথিতযশা চিকিৎসকদের দ্বারা পরিচালিত। পিএসআর বাংলাদেশ খাদ্যে ভেজাল, ছোট অস্ত্র ব্যবহার রোধ এবং জঙ্গীবাদ প্রতিরোধের মতো বিষয়ে জনমত গঠন করতে কাজ করে যাচ্ছে। -বিজ্ঞপ্তি
×