ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে একই পরিবারের ৩ জন এসিড দগ্ধ, আটক ৩

প্রকাশিত: ০৪:৪৩, ৭ সেপ্টেম্বর ২০১৭

ময়মনসিংহে একই পরিবারের ৩ জন এসিড দগ্ধ, আটক ৩

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ হালুয়াঘাট উপজেলার জুগলী ইউনিয়নের কালাপাগলা গ্রামে মঙ্গলবার রাতে একই পরিবারের ৩ জন এসিড দগ্ধ হয়েছে। গুরুতর দগ্ধ ৩ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হচ্ছে মরিয়ম আক্তার (২১), মহিরন আক্তার (১৪) ও রাসেল কবীর (২৩)। পুলিশ এ ঘটনায় মরিয়মের সাবেক স্বামী সোহেল রানা (৩০), তার সহযোগী আল আমিন (২৫) ও এসিড বিক্রেতা উজ্জ্বল বর্মণকে (৪০) আটক করেছে। ডিভোর্স দেয়ার জেরে এই এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সাংবাদিকদের জানান হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আলমগীর। হালুয়াঘাট থানার পুলিশ জানায়, গত ২০১৫ সালে হালুয়াঘাট পৌরসভার রঘুনাথপুর এলাকার আব্দুল হাই মেম্বরের পুত্র সোহেল রানার সঙ্গে কালাপাগলা গ্রামের আবুল কালামের মেয়ে মরিয়মের বিয়ে হয়েছিল। সোহেল রানা প্রথম বিয়ের তথ্য গোপন করে মরিয়মকে বিয়ে করায় দাম্পত্য কলহ বাধে। এক পর্যায়ে গত আট মাস আগে মরিয়ম সোহেলকে ডিভোর্স দেয়। এর জের ধরে মঙ্গলবার রাতে বসতঘরের জানালা দিয়ে এসিড ছুড়ে মারে সোহেল। এ সময় মরিয়ম ও তার দুই ভাই বোন বসতঘরের ভেতর বসে টেলিভিশন দেখছিল। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ লিমন কুমার ধর জানান, মরিয়মের শরীরের শতকরা ১৮ ভাগ, রাসেলের শরীরের ২২ ভাগ ও মহিরনের শরীরের ২ ভাগ পুড়ে গেছে। কেমিক্যাল জাতীয় দাহ্য পদার্থ দিয়ে তাদের ঝলসে দেয়া হয়েছে বলে জানান এই চিকিৎসক। এ ব্যাপারে মরিয়মের বাবা আবুল কালাম বাদী হয়ে বুধবার হালুয়াঘাট থানায় একটি এজাহার দায়ের করেছে।
×