ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মীরসরাইয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:৪৫, ৬ সেপ্টেম্বর ২০১৭

মীরসরাইয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

সংবাদদাতা, মীরসরাই (চট্টগ্রাম) ॥ মীরসরাই উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক ফজলুল করিম ফজলুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে ওয়াহেদপুর ইউনিয়নের ফরফরিয়া এলাকায় দমদমা রাস্তার ওপর তাকে কুপিয়ে জখম করলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ছয়টার তার মৃত্যু ঘটে। সে ফরফরিয়া গ্রামের সফি মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে ১০-১২ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে দমদমা রাস্তার ওপর ফজলুল করিমের ওপর হামলা চালায়। এ সময় তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে। একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মীরসরাই উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী জানান, ফজলু যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। সে ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদকের দায়িত্বে ছিল। তিনি হত্যাকারীদের উপযুক্ত শাস্তি দাবি করেন। নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জহির জানান, গত ২৫ জানুয়ারি নিজামপুর কলেজ ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে নুরুল আমিন মুহুরীর মৃত্যুর পর থেকে ফজলুল করিম ফজলু পালাতক ছিল। সে মুহুরী হত্যা মামলার প্রধান আসামি, সাহেরখালী ইউনয়িনের তৌহিদ হত্যা মামলার দুই নন্বর আসামি এবং কমলদহ এলাকায় মমতাজ উদ্দিন টিপু হত্যা মামলার পাঁচ নম্বর আসামি।
×