ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চিড়িয়াখানা থেকে উধাও সেই অজগর মিলল আড়াই বছর পর

প্রকাশিত: ০৪:৫৫, ৬ সেপ্টেম্বর ২০১৭

চিড়িয়াখানা থেকে উধাও সেই অজগর মিলল আড়াই বছর পর

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আড়াই বছর আগে রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা থেকে উধাও হওয়া বিশাল অজগর সাপটির অবশেষে সন্ধান মিলেছে। রাজশাহীর জেলা জজের বাংলো থেকে ১৯ ফুট লম্বা সেই অজগরটি ধরা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে বাংলোর পাশে আখের ক্ষেত থেকে অজগরটি ধরা হয়। পরে রাজশাহী চিড়িয়াখানা কর্তৃপক্ষ অজগর সাপটি ধরে নিয়ে যায়। খবর পেয়ে রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল রাতেই চিড়িয়াখানায় ওই অজগরটি খাচায় অবমুক্ত করেন। এর আগে ২০১৫ সালের ২৪ এপ্রিল শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা থেকে অজগরটি পালিয়ে যায়। ওই সময় এক সপ্তাহের বেশি সময় ধরে খোঁজাখুঁজি করেও অজগরটি পাওয়া যায়নি। সেই অজগরটি অবশেষে মিলল জেলা জজের বাংলোর পাশেই থাকা আখ ক্ষেত থেকে। জেলা জজের বাংলোয় কর্তব্যরত পুলিশের সদস্যরা জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে প্রথমবার অজগর সাপটিকে দেখতে পাওয়া যায়। কিন্তু সাপটি দ্রুতগতিতে বাংলোর পাশে আখ ক্ষেতে ঢুকে পড়ে। এরপর রাত ১০টার দিকে আবার আখ ক্ষেত থেকে সাপটি বেরিয়ে আসে। ওই সময় পাশেই চিড়িয়াখানার লোকজনকে সংবাদ দিলে তারা গিয়ে সাপটিকে ধরেন। রাজশাহী চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক ডাঃ ফরহাদ হোসেন জানান, ২০১৫ সালের ২৪ এপ্রিল সাপটি চিড়িয়াখানার খাঁচা থেকে পালিয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জ থেকে বন বিভাগ কর্তৃপক্ষ সাপটি ধরে রাজশাহী চিড়িয়াখানায় দিয়েছিল। সেই সাপটি যে খাঁচায় রাখা হয়েছিল সেখানে একটি ফুটো দিয়ে সাপটি পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় সাপটি ১০ থেকে ১২ ফুট মতো লম্বা ছিল। ওজন ছিল ৭ থেকে ৮ কেজি। কিন্তু এখন আড়াই বছর পর সাপটি লম্বায় ১৯ ফুট হয়ে গেছে। সেই সঙ্গে ওজনও বেড়ে হয়েছে ২৫ কেজি। রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল জানান, অজগরটি উধাও হওয়ার পর থেকে আশপাশের ৫ কিলোমিটার এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়েছিল। শেষ পর্যন্ত কোথাও সেটি পাওয়া যায়নি। অবশেষে সেই অজগরটি ধরা হয়েছে। সেটিকে আবারও চিড়িয়াখানার খাঁচায় দর্শনার্থীদের জন্য অবমুক্ত করা হয়েছে।
×