ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চলতি সপ্তাহ শেষে ঘরে ফেরা মানুষ যাবে গন্তব্যে

প্রকাশিত: ০৪:৫৫, ৬ সেপ্টেম্বর ২০১৭

চলতি সপ্তাহ শেষে ঘরে ফেরা মানুষ যাবে গন্তব্যে

সমুদ্র হক ॥ এবারের ঈদেও তৈরি করা হয়েছে অন্য ধরনের ছুটির ফাঁদ। যা টের পাওয়া গেল কোচ, বাসস্ট্যান্ড ও টার্মিনালে। সেখানে এবার উল্টো চিত্র। সাধারণত, ঈদের একদিন পর থেকেই ঘরে আসা মানুষ ফিরতে শুরু করে কর্মস্থলে। এবার ‘অলিখিত’ ছুটি বা ‘ভাল সম্পর্কের ছুটি’ বেশি হওয়ায় চলতি সপ্তাহ শেষে তারা ফিরবে গন্তব্যে। গড়মিল করে দেয়া এই ছুটিই হয়েছে ফাঁদ। যা সব মিলিয়ে নয়দিন। বগুড়া কোচ ও বাসস্ট্যান্ড এবং টার্মিনালে গিয়ে এমন চিত্রই ফুটে উঠল। ঢাকাগামী কোচ কাউন্টারে গিয়ে দেখা যায়, ৯ সেপ্টেম্বর শনিবার দিনের ও রাতের প্রতিটি কোচ এবং ১০ সেপ্টেম্বর রবিবার সকালের কোচগুলোর কোন টিকেট নেই। সব টিকিট বেশি দামে আগাম বিক্রি হয়েছে। ভাল কোচ সার্ভিস যেমন এস আর ট্রাভেলস, শাহ ফতেহ আলী, শ্যামলী ছাড়া অন্যান্য কোচ ও বাসগুলোতে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার ও শুক্রবারের টিকেট আছে। তবে তা কিনতে হচ্ছে বেশি মূল্যে। এসব কোচেও শনিবার দিনে ও রাতে এবং রবিবার সকাল পর্যন্ত কোন টিকেট নেই। জানা যায়, যাদের জরুরী প্রয়োজন এবং সম্পর্কোন্নয়ন করতে না পারায় অলিখিত ছুটি পাননি তারা কর্মস্থলে ছুটেছেন ঈদের নির্ধারিত ছুটি শেষেই। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের একই সময়ে ফিরতে হয়েছে। এবার সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারীরা ঈদের ছুটি পেয়েছেন কার্যত একদিন। অর্থাৎ ঈদ-উল-আযহার ছুটি ছিল শুক্রবার শনিবার ও রবিবার। শুক্রবার শনিবার সাধারণ ছুটি। এই হিসাবে রবিবার দিন তারা ছুটি কাটিয়েছেন। ছুটির হিসাবটি গড়মিল হয়েছে তারপর দিন থেকেই। নিয়ম অনুযায়ী, সোমবার কাজে যোগদান করার কথা। বেশিরভাগ ক্ষেত্রেই তা হয়নি। ‘অলিখিত’ বা ‘ভাল সম্পর্কের’ ছুটির ফাঁদ বসানো হয় সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত।
×