ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৮ দিনে পুঁজিবাজারে সূচক বাড়ল ২২৭ পয়েন্ট

প্রকাশিত: ০৪:১৭, ৬ সেপ্টেম্বর ২০১৭

৮ দিনে পুঁজিবাজারে সূচক বাড়ল ২২৭ পয়েন্ট

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের বড় ধরনের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সূচকের এই উত্থানের কারণে সার্বিক সূচকটি নতুন উচ্চতায় পৌঁছছে। টানা ৮ দিনের সূচকের এই উর্ধগতিতে সার্বিক সূচকটি মোট ২২৭ পয়েন্ট বেড়েছে। ঈদ-উল-আযহার পরবর্তী বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ার কারণে ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। উভয় বাজারেই দর বৃদ্ধিতে স্বল্প মূলধনী কোম্পানি ও ব্যাংক খাতের বড় চাহিদা দেখা গেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার ডিএসইতে এক হাজার ৪৯ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের তুলনায় ৩৮২ কোটি ১৬ লাখ টাকা বেশি। ডিএসইতে ৬৬৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৩৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৫৭ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- লঙ্কাবাংলা ফাইনান্স, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি, ফরচুন সুজ, ইউসিবি, ফু-ওয়াং সিরামিক, শাহজালাল ইসলামী ব্যাংক, এ´িম ব্যাংক, বিবিএস কেবল ও প্রিমিয়ার ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো- এটলাস বাংলাদেশ, মুন্নু সিরামিক, স্ট্যান্ডার্ড সিরামিক, হাক্কানী পাল্প, এ্যাপেক্স স্পিনিং, বিডি অটোকার, ন্যাশনাল ব্যাংক, জেএমআই সিরিঞ্জ, ঢাকা ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ কে এ্যান্ড কিউ, নদার্ন জুট, ইসলামিক ইন্স্যুরেন্স, ফার্স্ট ফাইনান্স, সামাতা লেদার, মডার্ন ডাইং, বিবিএস কেবল, রহিমা ফুড, লিব্রা ইনফিউশন ও ফরচুন সুজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) ৫৯ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৮৮০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি, ফু-ওয়াং সিরামিক, লঙ্কাবাংলা ফাইনান্স, এ´িম ব্যাংক, ফরচুন সুজ, এবি ব্যাংক, বিবিএস কেবল, প্রাইম ব্যাংক ও জেনারেশন নেক্সট ফ্যাশন।
×