ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চিকনাই নদীতে নৌকাবাইচ

প্রকাশিত: ০৪:১৩, ৫ সেপ্টেম্বর ২০১৭

চিকনাই নদীতে নৌকাবাইচ

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ রবিবার বিকেলে আটঘরিয়া উপজেলার চিকনাই নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা হয়েছে। ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার, আটঘরিয়া পৌর মেয়র রতন ইকবাল। উদ্বোধনকালে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, দেশের নদী-নালা-হাওড়-বিল হারিয়ে যাচ্ছে। এগুলো রক্ষায় নৌকাবাইচ আয়োজনের বিকল্প নেই। তিনি বলেন, নৌকাবাইচ নদী-নালা-খাল-বিল এর নাব্যতা বৃদ্ধিতে সহায়ক হবে। পরিবেশ রক্ষার্থে নৌকাবাইচের বিকল্প নেই। ৪২ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৪ সেপ্টেম্বর ॥ এসএসসি, দাখিল ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৪২ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে জাহানারা-ইউসুফ শিক্ষা কল্যাণ ট্রাস্ট। রবিবার সকালে সদর উপজেলার শায়েস্তাগঞ্জ পৌর প্রেসক্লাবের সহযোগিতায় এবং সংশ্লিষ্ট ক্লাবের সভাপতি আব্দুর রকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়। বিশেষ অতিথি ছিলেন- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মুমিন, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব নজরুল ইসলাম, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজিজুল হাসান শামীম ও শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ছালেক মিয়া।
×