ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে ঈদ পুনর্মিলনী পন্ড

সশস্ত্র মহড়া ॥ দুই ইউপি চেয়ারম্যানসহ আহত ১০

প্রকাশিত: ০৪:০৫, ৫ সেপ্টেম্বর ২০১৭

সশস্ত্র মহড়া ॥ দুই ইউপি চেয়ারম্যানসহ আহত ১০

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আসন্ন একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে উত্যপ্ত হয়ে উঠেছে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) নির্বাচনী এলাকা। ঈদ-উল-আযহা উপলক্ষে এ আসনের বিএনপির সাবেক এমপি এম জহির উদ্দিন স্বপনের আয়োজনে দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের সম্মানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হলেও অবশেষে তা পন্ড- হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে ঈদের পরদিন সাবেক এমপির নিজ গ্রাম সরিকলে। বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহির উদ্দিন স্বপন জানান, ঈদের পরদিন দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকদের সম্মানে তার গ্রামের বাড়ি গৌরনদীর সরিকলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরো আয়োজন বন্ধ করে এলাকা ত্যাগ করার জন্য ঈদের দিন রাতে গৌরনদী থানার ওসি মনিরুল ইসলাম তাকে বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করেন। পূর্বনির্ধারিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সময় নির্ধারণ করে দাওয়াত দেয়ায় তিনি (স্বপন) এ অনুষ্ঠান চালিয়ে যাওয়ার ঘোষণা করেন। স্বপন আরও জানান, এতে ক্ষিপ্ত হয়ে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থানা পুলিশ ও এপিবিএনের সদস্যরা তার (স্বপনের) বাড়ির চারটি প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে নেতাকর্মীদের ফিরিয়ে দেয়। এমনকি নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য সকাল থেকেই আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী মোটরসাইকেলে সশস্ত্র মহড়া দিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করে ভীতির সৃষ্টি করে। আগামী নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জহির উদ্দিন স্বপন অভিযোগ করেন, তার বাড়ির অনুষ্ঠানে আসার পথে সশস্ত্র আওয়ামী লীগের ক্যাডাররা জেলা উত্তর বিএনপির যুগ্ম-সম্পাদক ও আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন সিকদার, যুবদল নেতা মোঃ টিটু, সহিদ সরদার, বাচ্চু, ফারুক হোসেন, সোহেল মোল্লা, শিক্ষক নজরুল ইসলামসহ ১০ নেতাকর্মীকে বিভিন্ন স্থানে বসে হামলা চালিয়ে মারধর করে তাদের ব্যবহৃত মোটরসাইকেল ভাংচুর করে। স্বপন আরও জানান, চেকপোস্টের নামে পুলিশ প্রশাসনের কঠোর অবস্থান ও আওয়ামী লীগ ক্যাডারদের সশস্ত্র মহড়ার একপর্যায়ে রবিবার বিকেল সাড়ে তিনটায় ঈদ পুনর্মিলনীর পুরো অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। হামলায় আহত সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু ও আফজাল হোসেন সিকদার জানান, তারা একটি মোটরসাইকেলে হোসনাবাদ গ্রামের বিএনপি নেতা সরোয়ার আলম বিপ্লবের বাড়ির একটি অনুষ্ঠানে রওনা হয়েছিলেন। পথিমধ্যে গৌরনদীর টিকাসার নামক স্থানে বসে তাদের ওপর আওয়ামী লীগের অত্যুৎসাহী সশস্ত্র কর্মীরা হামলা চালিয়েছে। অপর আহত গরঙ্গল দাখিল মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম জানান, তিনি রবিবার দুপুরে মোটরসাইকেলযোগে সরিকল গ্রামে তার শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে আওয়ামী লীগের কতিপয় কর্মী তার ওপর হামলা করে। হামলার ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করার অভিযোগ অস্বীকার করে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাদের দলের নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে এ হামলা চালিয়ে আওয়ামী লীগকে দায়ী করছেন। এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, আমরা আগেই জানতে পেরেছিলাম সাবেক সাংসদের বাড়ির অনুষ্ঠানে তাদের নিজ দলের নেতাকর্মীরা হামলা চালাবে। এজন্য তাকে (স্বপন) অনুষ্ঠান বন্ধ করার জন্য বলেছিলাম। তিনি অনুষ্ঠান বন্ধ না করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছিল। বিএনপি নেতার গণসংযোগে হামলায় আহত ৫ বরিশাল বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের গণসংযোগে সোমবার দুপুরে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলায় পাঁচজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করতেও বাধা প্রদানে অভিযোগ পাওয়া গেছে। বিএনপি নেতা সোবাহান জানান, সোমবার দুপুরে তিনি ঢাকা যাবার পথে বরিশাল-১ আসনের গৌরনদীর ভূরঘাটা বাসস্ট্যান্ডে গণসংযোগ করার সময় আকস্মিকভাবে তার নেতাকর্মীদের ওপর ক্ষমতাসীন দলের লোকজন হামলা চালায়। হামলায় কলেজের প্রভাষক ও বিএনপি কর্মী চুন্নু মজুমদার, যুবদল নেতা জয়নাল সরদার, ছাত্রদল নেতা কিবরিয়া তালুকদারসহ পাঁচজন আহত হয়। গুরুতর আহত চুন্নু মজুমদারকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করাতে গেলে সেখানেও ক্ষমতাসীন দলের লোকজন বাধা প্রদান করে। পরে তাকে অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×