ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভিয়েনায় ঈদ-উল আযহা পালিত

প্রকাশিত: ০৩:৪০, ৫ সেপ্টেম্বর ২০১৭

ভিয়েনায় ঈদ-উল আযহা পালিত

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত ১ সেপ্টেম্বর ঈদ-উল-আযহা পালিত হয়েছে। অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশী মুসলমানরা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ-উল-আযহা পালন করেন। প্রবাসী বাংলাদেশী মুসলিম সম্প্রদায় পরিচালিত পাঁচটি মসজিদ রয়েছে ভিয়েনায়। এই মসজিদগুলোতে প্রতিবারের মতো এবারও তিনটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল আটটা, সাড়ে নয়টা ও এগারোটায় পরপর অনুষ্ঠিত জামাতে ভিড় ছিল উপচেপড়া। ভিয়েনার প্রাণকেন্দ্রে বাংলাদেশীদের অর্থে ক্রয় করা জমির ওপর নির্মিত বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকাররমে স্থানীয় সময় সকাল আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মাওলানা ড. ফারুক আল মাদানি, দ্বিতীয় জামাতে ইমামতি করেন মাওলানা গোলামুর রহমান আল আজাহারী, তৃতীয় জামাতে ইমামতি করেন মাওলানা হাফেজ আবু জাফর। -বিজ্ঞপ্তি
×