ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভাল আছে তোফা ও তহুরা ॥ বন্যার পানি নেমে গেলেই ওরা বাড়ি যাবে

প্রকাশিত: ০৫:২১, ১ সেপ্টেম্বর ২০১৭

ভাল আছে তোফা ও তহুরা ॥ বন্যার পানি নেমে গেলেই ওরা বাড়ি যাবে

জান্নাতুল মাওয়া সুইটি ॥ শারীরিকভাবে তোফা ও তহুরার কোন জটিলতা নেই। বাড়ি যাওয়ার জন্যও তারা প্রস্তুত। কিন্তু এ ঈদে বাড়ি ফেরা হলো না তোফা ও তহুরার। এ সপ্তাহে হাসপাতাল থেকে তাদের বাড়ি ফেরার কথা থাকলেও দেশের বন্যা পরিস্থিতির কারণে তোফা ও তহুরা তার বাবা মায়ের সঙ্গে হাসপাতালেই ঈদ করবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ বিষয়ে তাদের বাবা-মায়েরও সম্মতি রয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন গ্রামটিও বন্যাকবলিত। সেজন্য চিকিৎসকরা এ ঝুঁকির মধ্যে তাদেরকে নিজ এলাকায় যেতে নিষেধ করছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় তোফা ও তহুরার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকরা তাদেরকে দেখতে কেবিনে যান এবং সেসময় তারা এ সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার দুপুরে ঢামেকের ৬৮ নম্বর কেবিনে গিয়ে দেখা গেল তোফা ও তহুরাকে সামলাতে তাদের মা শাহিদা হিমশিম খাচ্ছেন। চোখে-মুখে খানিকটা বিরক্তি। কখনও তোফা কাঁদছে কখনও আবার তহুরা। দুজনকে সামলাতে ব্যস্ত তাদের মা। বেডের উপরে রয়েছে বিভিন্ন ধরনের খেলনা। সেগুলো হাতে নিয়ে খেলে তোফা ও তহুরা। তাদের মা শাহিদা বাড়ি না যাওয়ার বিষয়ে জনকণ্ঠকে বললেন, ‘গ্রামের বাড়িতে যেতে চাই, কিন্তু রাস্তায় যানজট আর বাড়ির চারদিকে পানি। তাই বাড়িতে যেতে ভয় পাচ্ছিলাম। এখন তো ডাক্তাররাও নিষেধ করল যেতে। আমাদের বাড়ির আশপাশেও পানি উঠছে। এর মধ্যে ওদের নিয়ে ক্যামনে যাব? ডাক্তার বলছে ওদেরকে অনেক সাবধানে রাখতে হবে। তাই আর ঝুঁকি নিচ্ছি না। ঈদের পরেই আল্লাহ ভাল রাখলে বাড়ি যাব।’
×