ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে খুলে দেয়া হলো মেরিনার্স সড়ক

প্রকাশিত: ০৪:২৩, ১ সেপ্টেম্বর ২০১৭

চট্টগ্রামে খুলে দেয়া হলো মেরিনার্স সড়ক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ যান ও জন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে নগরীর কর্ণফুলী নদীর পাড়ঘেঁষে তৈরি করা মেরিনার্স রোড। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বৃহস্পতিবার সকালে সড়কটি উন্মুক্ত করেন। এর ফলে নগরীতে যানবাহন চলাচলের ক্ষেত্রে যে জট পরিস্থিতির সৃষ্টি হয়ে আসছিল তা অনেকটাই লাঘব হবে বলে আশা করছে সিটি কর্পোরেশন। চসিক জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, সাড়ে ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে সম্প্রসারিত মেরিনার্স সড়ক। এ সড়কে রয়েছে চারটি সেতু, যেগুলো দৃষ্টিনন্দনভাবে নির্মিত। মেয়র বলেন, মেরিনার্স সড়ক চালু হওয়ায় চট্টগ্রাম নগরীর সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ সহজ হবে। এতে নগরীতে যানজটও কমে আসবে। সড়কটিকে সদরঘাটের সঙ্গে যুক্ত করা হবে বলেও তিনি জানান। দুর্ভোগ সহনীয় পর্যায়ে রাখতে কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেনÑ কাউন্সিলর নুরুল হক, হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, লুৎফুন্নেসা দেভাষ বেবী, চসিকের ভাপপ্রাপ্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। মেরিনার্স সড়কটির দৈর্ঘ্য এক হাজার ১৬০ মিটার এবং প্রশস্ততা ১০ মিটার। যানজট পরিস্থিতির উন্নতির পাশাপাশি এটি নগরবাসীর জন্য একটি বেড়ানোর স্থানও হয়েছে।
×