ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

২ ও ৫ টাকার নোট কমানোর উদ্যোগ

প্রকাশিত: ০৪:০৪, ১ সেপ্টেম্বর ২০১৭

২ ও ৫ টাকার নোট কমানোর উদ্যোগ

বাজারে ২ ও ৫ টাকার নোট কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ দুটি নোট উত্তোলনে এখন থেকে নির্দিষ্ট সীমা মানতে হবে। গত বুধবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ওই প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে কোন ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে দুই ও পাঁচ টাকার কাগজের নোট নিতে চাইলে আগে ৮০ ভাগ কয়েন নিতে হবে। এরপর বাকি ২০ ভাগ নেয়া যাবে কাগজের নোট। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্টের মহাব্যবস্থাপক সুলতান মাসুদ আহমেদ স্বাক্ষরিত ওই সার্কুলারটি সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার বাবাকে শেয়ার উপহার দেবেন ছেলে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক সাব্বিরুল কবির তার বাবাকে শেয়ার উপহার দেবেন। এই পরিচালক বাবা কবির আহমেদকে ৫০ হাজার শেয়ার উপহার দেবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানির অন্যতম এই পরিচালকের কাছে মোট ১২ লাখ ৪ হাজার ৯৯১টি শেয়ার আছে। এর মধ্য থেকে নিজের বাবা কবির আহমেদকে ৫০ হাজার শেয়ার উপহার দেবেন। উল্লেখ্য, এই পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লিখিত পরিমাণ শেয়ার লেনদেন সিস্টেমের বাইরে উপহার হিসাবে দিতে পারবেন। -অর্থনৈতিক রিপোর্টার
×