ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিয়ানমার রোহিঙ্গাদের বাংলাদেশের ওপর চাপিয়ে দিতে পারে না ॥ নাসিম

প্রকাশিত: ০৬:৩৬, ৩১ আগস্ট ২০১৭

মিয়ানমার রোহিঙ্গাদের বাংলাদেশের ওপর চাপিয়ে দিতে পারে না ॥ নাসিম

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৩০ আগস্ট ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রোহিঙ্গাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক দৃষ্টি আছে বলেই বিভিন্ন সময় তারা দলে দলে বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছে। তবে এভাবে চলতে পারে না। এ সমস্যার সমাধান হওয়া উচিত। আন্তর্জাতিকভাবে মিয়ানমারকে বলা উচিত রোহিঙ্গাদের প্রতি নির্যাতন বন্ধ করতে। মিয়ানমার রোহিঙ্গাদের বাংলাদেশের ওপর চাপিয়ে দিতে পারে না। বুধবার বিকেলে টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিক্যাল কলেজের নামকরণ ও মনোগ্রাম উন্মোচন এবং ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেলারেল হাসপাতাল প্রাঙ্গণে হাসপাতালের প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী জননেতা আব্দুল মান্নানের প্রতিকৃতির উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীসহ আমরা বলেছি ষোড়শ সংশোধনী ছিল বঙ্গবন্ধুর একটি গৃহীত ব্যবস্থা, যার মাধ্যমে আমরা দেশে সে ব্যবস্থা ফিরিয়ে এনেছিলাম। সুপ্রীমকোর্টের বিচারকদের অপসারণের যে বিষয়টি ছিল, তা সংসদের কাছে ছিল। কিন্তু তারা জিয়াউর রহমান ও আইয়ুব খানের মাশার্ল ল’ অনুসরণ করে সুপ্রীম জুডিশিয়াল করতে চায়। এটা আমরা মানি না। এটা আমরা গ্রহণ করিনি এবং সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছি। যদিও সুপ্রীমকোর্ট এটা রায় দিয়েছে, তারপরও আমরা সংসদে বলেছি এটা আমরা গ্রহণ করতে পারি না। এর প্রতি আমাদের কোন সমর্থন নেই। গণতান্ত্রিক ব্যবস্থা থেকে কেন আমরা সামরিক ব্যবস্থায় ফিরে যাব। প্রধান বিচারপতি পর্যবেক্ষণে যে কথা বলেছেন, তাতে সারাদেশে নিন্দার ঝড় বয়ে গেছে। বঙ্গবন্ধুকে ছোট করতে গিয়ে তারা নিজেরাই ছোট হয়ে গেছে। এটা তো গ্রহণযোগ্য নয়। আমরা মনে করি প্রধান বিচারপতি এটা অনুধাবন করেছেন। এ পর্যবেক্ষণে শুধু বিতর্কিতই করেননি, জাতির জনককে ছোট করার চেষ্টা করেছেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনা মেডিক্যাল কলেজের চলমান উন্নয়নকাজ ও ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেলারেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন, পুলিশ সুপার মাহবুব আলম, শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ মোহাম্মদ আলী, সিভিল সার্জন শরিফ হোসেন খান, ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেলারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ পুতুল রায়সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী হাসপাতালের সম্মেলনকক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
×