ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশের সকল এসিল্যান্ড গাড়ি পাচ্ছেন

প্রকাশিত: ০৭:৫৮, ৩০ আগস্ট ২০১৭

দেশের সকল এসিল্যান্ড গাড়ি পাচ্ছেন

বিশেষ প্রতিনিধি ॥ দেশের সকল সহকারী কমিশনারকে এসিল্যান্ড গাড়ি বরাদ্দ দিচ্ছে সরকার। এই লক্ষ্যে প্রথম দফায় মঙ্গলবার ৬০ এসিল্যান্ডকে গাড়ি বুঝিয়ে দিয়েছে ভূমি মন্ত্রণালয়। মঙ্গলবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে গাড়িগুলো বুঝিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং সচিব ড. মুজিবুর রহমান হাওলাদার। প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, সরকার ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা এবং ভূমি রাজস্ব আদায়ের জন্য এসিল্যান্ডদের জন্য গাড়ির ব্যবস্থা করেছে। এছাড়া মোবাইল কোর্ট পরিচালনা ও পরিদর্শন কার্যক্রম জোরদার করতেই এ ব্যবস্থা নিয়েছে। বিশেষ অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, সরকারী সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। ব্যক্তিগত প্রয়োজনে সরকারী গাড়ি ব্যবহারে তিনি বারণ করেছেন। একই কথা বলেছেন সচিব মুজিবুর রহমান হাওলাদার। সংশ্লিষ্ট সূত্র জানায়, গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে সরকার। তাদের জন্য ৪৪৯টি ডাবল কেবিন পিকআপ গাড়ি কেনা হবে। প্রতিটি গাড়ির দাম পড়েছে সাড়ে ৫১ লাখ টাকা। প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে গাড়িগুলো নেয়া হচ্ছে। ইতোমধ্যে গাড়ি কেনা ও গাড়িচালকের পদটি ভূমি মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোতে অন্তর্ভুক্ত করা হয়েছে। গাড়িগুলো পর্যায়ক্রমে এসিল্যান্ডদের জন্য বিতরণ করা হবে। যার প্রাথমিক ধাপটা মঙ্গলবার ৬০টি গাড়ি বিতরণের মাধ্যমে শুরু হয়েছে।
×