ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুকে না জানলে জাতি পিছিয়ে পড়বে ॥ ঢাবি উপাচার্য

প্রকাশিত: ০৫:০০, ৩০ আগস্ট ২০১৭

বঙ্গবন্ধুকে না জানলে জাতি পিছিয়ে পড়বে ॥ ঢাবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ তরুণ প্রজন্মকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মজীবন ও রাজনৈতিক দর্শন জানার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করতেন বলে বঙ্গবন্ধু আজীবন আভিজাত্য নিয়ে রাজনীতি করেছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের বুলেটের সামনেও তিনি অবিচল ছিলেন। এই আভিজাত্য নিয়েই তিনি মৃত্যুকে আলিঙ্গন করেন। বর্তমান প্রজন্ম জাতির জনককে না জানলে জাতি হিসেবে আমরা অনেক পিছিয়ে পড়ব। তাই বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণের মাধ্যমে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইবিএ’র পরিচালক অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধুকে নিয়ে কিছু কথা’ শীর্ষক একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
×