ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রথমবার স্মার্ট আইডি কার্ড পেল ঢাবি শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৮:১২, ২৯ আগস্ট ২০১৭

প্রথমবার স্মার্ট আইডি কার্ড পেল ঢাবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্মার্ট আইডি কার্ড প্রদানের মধ্য দিয়ে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্মার্ট আইডি কার্ড পেল। ঢাবির বিভিন্ন বিভাগের কয়েক শিক্ষার্থীকে আনুষ্ঠানিক স্মার্টকার্ড প্রদান করে সোমবার উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই কার্যক্রম উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন- প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দীন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ প্রমুখ। ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের অবশিষ্ট শিক্ষার্থীরা পরবর্তীতে নিজ নিজ বিভাগ ও হল অফিস থেকে এই কার্ড সংগ্রহ করতে পারবে বলে জানা গেছে।
×