ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মানুষ না খেয়ে থাকবে না ॥ ত্রাণমন্ত্রী

প্রকাশিত: ০৪:২৪, ২৯ আগস্ট ২০১৭

মানুষ না খেয়ে থাকবে না ॥ ত্রাণমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২৮ আগস্ট ॥ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে না, বাংলাদেশের মানুষ বিনা চিকিৎসায় থাকবে না। এই দুর্যোগ মোকাবেলায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এবং অধিদফতরের সব কর্মকর্তা ও কর্মচারীদের ঈদের ছুটি বাতিল ঘোষণা করে মন্ত্রী বলেন, তোমরা নদী ভাঙ্গন ও বানভাসি মানুষের সেবা করবা। শরীয়তপুরে বন্যা কবলিতদের মাঝে দেরিতে ত্রাণ বিতরণ শুরু করায় জেলা প্রশাসনের সমালোচনা করে মন্ত্রী বলেন, পর্যাপ্ত ত্রাণ মজুদ থাকার পরও সঠিক সময়ে ত্রাণ বিতরণ না করাটা দুঃখজনক। দেশে খাদ্যের কোন ঘাটতি নেই উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, যতদিন বন্যার পানি না নেমে যাবে এবং মানুষ তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে না পারে, প্রধানমন্ত্রীর নির্দেশে ততদিন পর্যন্ত বন্যা দুর্গতদের সব ধরনের সহায়তা দেবে সরকার। সোমবার দুপুরে নড়িয়া উপজেলা সদরে বন্যা ও নদী ভাঙ্গন কবলিত মানুষের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন। শরীয়তপুর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাহবুবা আক্তারের সভাপতিত্বে এ সময় সাবেক ডেপুটি স্পীকার কর্নেল (অব) শওকত আলী, বিএম মোজাম্মেল হক, একেএম এনামুল হক শামীম, নাভানা আক্তার এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
×