ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হারুন সিকিউরিটিজকে জরিমানা

প্রকাশিত: ০৫:৫৭, ২৮ আগস্ট ২০১৭

হারুন সিকিউরিটিজকে জরিমানা

মার্জিন আইন ভঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত হারুন সিকিউরিটিজ হাউসকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রবিবার অনুষ্ঠিত বিএসইসির ৬১০তম কমিশন সভায় হাউসটির বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হারুন সিকিউরিটিজ লিমিটেড (ডিএসইর ট্রেক নং-৫) কনসোলিডেটেড কাস্টমারের এ্যাকাউন্টে ঘাটতি দেখিয়েছে, যা সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ রুলস ১৯৮৭-এর রুল ৮-এ সাব-রুল (১) এবং (২) ভঙ্গ করেছে। এছাড়া হাউসটি তাদের গ্রাহকদের নগদ হিসাবে ঋণ সুবিধা প্রদান করে মার্জিন রুল ১৯৯৯-এর রুল ৩-এর সাব-রুল ১ ও ২ ভঙ্গ করেছে। উক্ত সিকিউরিটজ আইন লঙ্ঘনের জন্য হাউসটিকে দুই লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয় বিএসইসি। -অর্থনৈতিক রিপোর্টার স্ট্যান্ডার্ড ব্যাংক উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্যোক্তা মৃত আলহাজ মোঃ নুরুল হক সওদাগারের বোনাস শেয়ার ঘোষণা অনুযায়ী হস্তান্তর করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, নুরুল হকের নমিনী মোঃ জাহিদুল হককে ১ লাখ ৯১ হাজার ৬৫৬টি শেয়ার দেয়া হয়েছে। উল্লেখ্য, কোম্পানির পরিচালক জাহিদুল হক মৃত নুরুল হকের ছেলে। -অর্থনৈতিক রিপোর্টার
×