ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিএনডির জলাবদ্ধতা নিরসন দাবিতে গণঅনশন

প্রকাশিত: ০৫:১০, ২৭ আগস্ট ২০১৭

ডিএনডির জলাবদ্ধতা নিরসন দাবিতে গণঅনশন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের অভ্যন্তরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে গণঅনশন কর্মসূচী পালন করছেন ডিএনডির ভেতরে বসবাসকারী বাসিন্দারা। শনিবার সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর চাষাঢ়া শহীদ মিনারে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ গণঅনশন কর্মসূচী পালন করে। সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক এম এ মাসুদ বাদল বলেন, গত তিন মাস ধরে ডিএনডির অভ্যন্তরের প্রায় ৬০ ভাগ মানুষ পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে। পাম্প হাউসের চারটি বড় পাম্পের মধ্যে দুটি পাম্প বিকল হয়ে পড়েছে কিন্তু সরকার পানিবন্দী মানুষের দুর্ভোগ লাগবে কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করছে না। ডিএনডির ভেতরে চারদিকে পানি থই থই করছে। কোরবানির ঈদের মাত্র আর ছয়দিন বাকি আছে। ডিএনডির অনেক স্থানে কোরবানির পশু জবাই করার মতো জায়গা পর্যন্ত নেই। তিনি বলেন, ঈদের আগে ডিএনডির পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি সরকারের প্রতি দাবি জানান। গণঅনশনে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক এমএ মাসুদ বাদল, যুগ্ম আহ্বায়ক সামসুল আলম জুলফিকার, নারী নেত্রী রাশিদা বেগম, মিজানুর রহমান রিপন, মোঃ মুসা মিয়া, জাহিদুল আলমসহ অনেকে।
×