ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইটি ডটকম ডেস্ক

ফোক্সওয়াগেন নতুন প্রযুক্তিতে

প্রকাশিত: ০৫:০২, ২৬ আগস্ট ২০১৭

ফোক্সওয়াগেন নতুন প্রযুক্তিতে

আগের বাসের সঙ্গে এবারের বাসের মূল পার্থক্য হলো এটি হবে বৈদ্যুতিক। ২০২০ সালে ‘আইডি বাজ’ নামের বাসটি বাজারে আনার পরিকল্পনা রয়েছে গাড়ি নির্মাতা জার্মান প্রতিষ্ঠানটির, বলা হয়েছে সিএনএনের প্রতিবেদনে। শুধু বাস নয়, সামনের বছরগুলোতে বেশকিছু বৈদ্যুতিক গাড়ি আনার পরিকল্পনা রয়েছে ফোক্সওয়াগেনের। প্রতিষ্ঠানের বৈদ্যুতিক গাড়ির লাইনআপের নাম দেয়া হয়েছে ‘আইডি’। আগের বছর সেপ্টেম্বরে প্যারিস মোটর শোতে প্রথম একটি ছোট আকারের বৈদ্যুতিক গাড়ি উন্মোচন করে প্রতিষ্ঠানটি। এই গাড়িটির নাম বলা হয়েছে আইডি। বৈদ্যুতিক যানের ক্ষেত্রে নামের এ রীতি ঠিক রেখে এবারে মিনিভ্যানের নাম রাখা হয়েছে ‘আইডিবাজ’। ফোক্সওয়াগেন জানায় এখানে বাজ এসেছে বাস শব্দ থেকে। আর আইডি বলতে বোঝাচ্ছে আইডেন্টিটি বা ইন্টেলিজেন্ট ডিজাইন। আইডিবাজ মিনিভ্যানটি হবে অল-হুইল-ড্রাইভ যান। সামনে ও পেছনে আলাদা বৈদ্যুতিক মোটর থাকবে এটির। মোটরগুলো একসঙ্গে ৩৬৯ হর্সপাওয়ার শক্তি দিতে পারবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানের ১৯৬০ এবং ১৯৭০ সালের শুরু দিকের মিনিভ্যানের নতুন সংস্করণ হলো আইডিবাজ। ফোক্সওয়াগেনের দাবি একবার পূর্ণ চার্জে ২৭০ মাইল চলবে বাসটি। বাসটির যে কনসেপ্ট প্রদর্শন করা হয়েছে সেখানে স্বয়ংক্রিয় চালনা ব্যবস্থাও দেখানো হয়েছে। একটি ত্রিভুজাকৃতির স্টিয়ারিং হুইল রাখা হয়েছে বাসটিতে। যখন এটি ব্যবহার হয় না তখন এটি ড্যাশবোর্ডের মধ্যে ঢুকে থাকে। ইতোমধ্যে অন্যান্য গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোও বৈদ্যুতিক যান তৈরির নানা পরিকল্পনার কথা জানিয়েছে। আর যুক্তরাজ্য, ফ্রান্স, নরওয়ে এবং চীনসহ অনেক দেশই তেলচালিত গাড়ির ব্যবহার বন্ধ করার পরিকল্পনা করছে।
×